রকমারি
বিশাল টর্নেডোকে সাক্ষী রেখে বাগদান সারলেন মার্কিন দম্পতি
মানবজমিন ডিজিটাল
(৭ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১২:২৭ অপরাহ্ন

এই বিশ্বের বিভিন্ন প্রান্তে কত কিছুই না ঘটে চলেছে। সেরকমই এক দম্পতির নাটকীয় বাগদান পর্ব ইন্টারনেটে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। গত ২৮ জুন, শনিবার দক্ষিণ ডাকোটায় একটি বিশাল টর্নেডোর সামনে ব্রাইস শেলটন তার বান্ধবী পেইজ বারডোমাসকে বিয়ের প্রস্তাব দেন। ছবিতে দেখা গেছে শেল্টন তাঁর বান্ধবীর সামনে এক হাঁটুতে ভর দিয়ে বসে আছেন এবং তার পেছনে ধেয়ে আসছে একটি বিশাল টর্নেডো। ছবিটি তখন থেকে এক্সে -এ ১ কোটি ৭০ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে।
যদিও গোটা বিষয়টি স্বতঃস্ফূর্ত বলে মনে হতে পারে, শেলটন প্রকাশ করেছেন যে তিনি কয়েক মাস ধরে এই বিশেষ মুহূর্তটির পরিকল্পনা করছিলেন। মাত্র এক বছর আগে শেলটনের সঙ্গে বারডোমাসের দেখা হয়। তখন থেকেই এই যুগলে ঝড়ের পেছনে ছুটে বেড়াচ্ছেন। এডভেঞ্চারের প্রতি দুজনেরই গভীর আগ্রহ বিষয়টিকে আরো আকর্ষক করে তুলেছে। তাদের অনন্য এবং সাহসী পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় কমেন্টের ঝড় তুলেছে। হাজার হাজার ব্যবহারকারী তাদের সাহস এবং সৌন্দর্য প্রিয় মানসিকতার প্রশংসা করেছেন। সবাই তাদের বাগদানের জন্য অনেক অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ছবিকে অবিশ্বাস্য বলে বর্ণনা করে লিখেছেন, ছবিতে শক্তি এবং আবেগ দুটোই ফুটে উঠেছে। সত্যিই এ ছবি সেরা।
সূত্র : এনডিটিভি
পাঠকের মতামত
ক্ষণস্থায়ী আর ধ্বংসাত্মক কিছু স্বাক্ষি রাখলে - প্রতিজ্ঞা ও ক্ষণস্থায়ী হবে ;)