বাংলারজমিন
সরকার বারবার ভোট চুরির প্রকল্প তৈরি করে জনগণের কাছে ধরা পড়েছে
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
(১ বছর আগে) ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ১১:১৩ পূর্বাহ্ন
নগরকান্দা ফরিদপুর প্রতিনিধিঃ-
গতকাল সোমবার বিকালে বিএনপির কেন্দ্র ঘোষিত সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা বিভাগ ফরিদপুরে রোডমার্চ কর্মসূচির নগরকান্দার তালমা মোড়ে পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা (সাবেক) চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুখ এর সভাপতিত্বে,নগর কান্দা উপজেলা বিএনপির সিঃ সহ সভাপতি ও লস্কর দিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি'র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান , যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, অন্যান্যর মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর যুগ্ম আহবায়ক কাউন্সিলর মিজানুর রহমান মিনান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল ঢাকা মহানগর (উত্তর) হাফিজুর রহমান শরীফ (হাফিজ) ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা রফিকুজ্জামান অনু, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা (সিআইপি নাজমুল তালুকদার সদরপুর উপজেলা যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব মুন্সি ইসারত হোসেন অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।