বাংলারজমিন
২১ বছর বয়সে ৭ বার জেল
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৩, বুধবার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আতঙ্কের নাম সম্রাট। বয়স সবে ২১ বছর। বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামের মো. ইলিয়াছের ছেলে। বাবা আর দাদির হাত ধরে সম্রাটের অপরাধ জগতের পদচারণা। বাবা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হলেও জামিনে বের হন। বাবার পথে হাঁটছেন কিশোর গ্যাং লিডার সম্রাট। থানা সূত্রে জানা যায়, সম্রাট উপজেলায় চাঁদাবাজি, মাদক, জমি দখল ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তার বিরুদ্ধে পাঁচটি মামলাও রয়েছে। তিনি এ পর্যন্ত সাতবার জেলহাজতে গেলেও ছাড়া পেলেই অপকর্মে জড়িয়ে পড়েন। চলতি বছর পাঁচবার তিনি গ্রেপ্তার হয়েছেন। গত রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ বৈরাগ রাস্তা মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, হাসপাতাল এলাকার কিশোরদের নিয়ে তার একটি গ্যাং রয়েছে। তিনি নিজেকে এলাকায় অপরাধ জগতের সম্রাট দাবি করতেন। সবশেষ গত আগস্ট মাসে চুরি করতে গিয়ে ধরা পড়েন ও সেপ্টেম্বর মাসে জামিনে বের হন।