খেলা
সাইফ-আফিফদের পরীক্ষা শুরু আজ
৪ অক্টোবর ২০২৩, বুধবার

গুয়াংজু ও ইনচনে রৌপ্য জেতা বাংলাদেশ নারী ক্রিকেট দল হাংজুতে ব্রোঞ্জ জিতে এরইমধ্যে দেশে ফিরেছে। এবার ছেলেদের পালা। আইসিসি র্যঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলছে বাংলাদেশ দল। আজ সেই লড়াই শুরু। প্রতিপক্ষ মালয়েশিয়া। জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে দুই দলের ম্যাচটি। বাংলাদেশ সময় দুপুর দুইটায় মাঠে নামবেন টাইগাররা। তিনদিন আগে হাংজুতে পৌঁছে অনুশীলন শুরু করেছেন সাইফ হাসান, ইয়াসির আলী, আফিফ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। গতকাল স্টেডিয়ামের পাশে অনুশীলন করে ঘাম ঝরিয়েছে দল। ২০১০-এ চীনের গুয়াংজু এশিয়াডে সংযোজন হয় ক্রিকেট।
এদিকে কোয়ার্টার ফাইনালে কাল নেপালকে হারিয়ে হাংজু এশিয়াডে শুভ সূচনা করেছে ভারত। নেপালকে ২৩ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রথম বার এশিয়ান গেমসে অংশ নেয়া দলটি। নেপালের বিপক্ষে ম্যাচটি খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ইয়াশভি জায়সাওয়াল। এ দিন উদ্বোধনী জুটিতেই ভারত তোলে ১০৩ রান। ২৩ বলে ২৫ রান করে ফিরে যান ঋতুরাজ গায়কোয়াড়। অপরপ্রান্তে তাণ্ডব চালাচ্ছিলেন জায়সাওয়াল। তিলক ভার্মা ২ এবং জিতেশ শর্মা ৫ রানে ফিরলেও জায়সাওয়ালের আগ্রাসী ব্যাটিং অব্যাহতই ছিল। দলীয় ১৫০ রানে জায়সাওয়াল যখন ফিরছেন ততক্ষণে তার সেঞ্চুরি হয়ে গেছে। ৪৯ বলে আটটি চার ও সাতটি ছক্কায় বরাবর একশ রান করেন তিনি। ভারত করে ২০ ওভারে চার উইকেটে ২০২ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৯ রান করে নেপাল। দলটির হয়ে ১৫ বলে ৩২ রান করেন আইরি। এ ছাড়া কুশল মাল্য ও সুন্দিপ জরা ২৯ রান করে করেন। ২৮ রান আসে কুশল ভুরতালের ব্যাটে। সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তানও। একই ভেন্যুতে তারা হংকংকে হারিয়েছে ৬৮ রানে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি পাকিস্তান। স্কোরবোর্ডে ৫৪ রান তুলতে তুলতে পাঁচ উইকেট হারিয়ে ফেলেন দলটি। পাকিস্তানের টপ অর্ডার ব্যাটাররা সেভাবে কিছুই করতে পারেননি। শেষদিকে ১৬ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪১ রান করেন আমির জামাল। এ ছাড়া ২৫ রান করে করেন দলের দুই ব্যাটার আসিফ আলী এবং আরফাত মিনহাস। শেষপর্যন্ত ২০ ওভারে দশ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে দলটি। হংকংয়ের হয়ে ৪৯ রান খরচায় চার উইকেট নেন আইয়ুশ শুকলা। তিনটি উইকেট নেন মোহাম্মদ গাজানফার। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৯২ রানে অলআউট হয় হংকং। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন তিনে নামা বাবর হায়াত। এ ছাড়া ১৫ রানে অপরাজিত থাকেন এহসান খান। পাকিস্তানের হয়ে ১৩ রান খরচায় তিন উইকেট নেন খুশদিল শাহ।
এশিয়াডে বাংলাদেশ ক্রিকেট দল
মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান, জাকের আলী অনিক, নাহিদ রানা, রিপন মন্ডল, হাসান মুরাদ, আফিফ হোসেন ও রিশাদ হোসেন।
ভারতের কাছে হার তুহিনদের
আগের ম্যাচে জাপানকে হারিয়ে পদক পুনরুদ্ধারের মিশন শুরু করেছিল বাংলাদেশের পুরুষ কাবাডি দল। কাল হাংজুর জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টার জিমন্যাশিয়ামে ভারতের কাছে ৫৫-১৮ পয়েন্টে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে ২৪-৯ পয়েন্টে এগিয়ে ছিলো ভারত। দ্বিতীয়ার্ধে আরও ৩১ পয়েন্ট তুলে নেয় তারা। ম্যাচে চার লোনা ভারতের।
খালি হাতেই শেষ ভারোত্তোলনের মিশন
ভারোত্তোলনে ছেলেদের ৭৩ কেজি ওজন শ্রেণিতে বি-গ্রুপে তৃতীয় হয়েছেন বাংলাদেশের শেখ নাইম হোসেন। মোট ২৫৫ কেজি ওজন তোলেন তিনি। স্ন্যাচে ১১৫ কেজি এবং ক্লিন এন্ড জার্কে ১৪০ কেজি। বি-গ্রুপে চারজন অংশ নিলেও মঙ্গোলিয়ার ভারোত্তোলক শেষ করতে পারেননি তার খেলা। এর মধ্য দিয়ে এবারের গেমসে শেষ হলো ভারোত্তোলনে বাংলাদেশের অংশগ্রহণ।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]