খেলা
নিজেদের বিশ্বচ্যাম্পিয়ন ভেবে খেলতে নামবে না ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
৪ অক্টোবর ২০২৩, বুধবারওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেরই বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবারে ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে যারাই ভবিষ্যদ্বাণী করেছেন, সেমিফাইনালে ইংল্যান্ড, ভারত আর অস্ট্রেলিয়াকে রেখেছেন। এর মধ্যে ভারতের সাবেক গ্রেট সুনীল গাভাস্কার তো মনে এবারও চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড। তবে ইংলিশরা অবশ্য নিজেদের বিশ্বচ্যাম্পিয়ন ভেবে খেলতে নামবে না বলে জানান দলটির অধিনায়ক জস বাটলার।
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে ইংল্যান্ড। এরপর পুরো দলের দর্শনে আমুল বদলে দেন ইয়ন মরগ্যান। ২০১৯ সালে তার অধিনায়কত্বে প্রথমবারের মতো ওয়ানডেতে বিশ্বকাপ জেতে ইংলিশরা। মরগ্যান অবসর নেওয়ার পর জস বাটলার অধিনায়কত্বে ইতিমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। সামপ্রতিক সময়েও তিন ফরম্যাটে বিধ্বংসী দল হয়েছে উঠেছে তারা। এখন পর্যন্ত ওয়ানডেতে টানা ২ বা তার বেশি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এবার ইংল্যান্ডের সামনে রয়েছে সেই সুযোগ। তবে বাটলার জানেন কাজটা মোটেও সহজ হবে না। তিনি বলেন, আমরা বিশ্বকাপ জেতার চেষ্টা নিশ্চিতভাবেই করব। তবে নিজেদের বিশ্বচ্যাম্পিয়ন ভেবে টুর্নামেন্ট খেলতে নামছি না। এটা আরেকটা নতুন টুর্নামেন্ট। তাই জানি কাজটা কঠি হবে। কারণ এখানে বিশ্বের সেরা সব দল অংশ নিচ্ছে। যদিও আমরা জানি দল হিসেবে আমরা খুব ভাল, বিপজ্জনকও। দলে অভিজ্ঞতার কমতি নেই।’ ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস অবসর ভেঙে দলে ফিরেছেন। তবে এবারের আসরে শুধু ব্যাটার হিসেবে খেলবেন স্টোকস। তবে এই ‘অর্ধেক’ স্টোকসও যে কোন দলের জন্য বিপজ্জনক। এবারের আসরের উদ্বোধনী ম্যাচের প্রথম দিনেই রয়েছে ইংল্যান্ডের ম্যাচ। কাকতালীয়ভাবে গত আসরের ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই শিরোপা ধরে রাখার মিশনে নামবে তারা। ম্যাচটি হবে ১ লাখ ৩০ হাজার আসন বিশিষ্ট আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।