খেলা
নিজেদের বিশ্বচ্যাম্পিয়ন ভেবে খেলতে নামবে না ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
৪ অক্টোবর ২০২৩, বুধবার
ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেরই বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবারে ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে যারাই ভবিষ্যদ্বাণী করেছেন, সেমিফাইনালে ইংল্যান্ড, ভারত আর অস্ট্রেলিয়াকে রেখেছেন। এর মধ্যে ভারতের সাবেক গ্রেট সুনীল গাভাস্কার তো মনে এবারও চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড। তবে ইংলিশরা অবশ্য নিজেদের বিশ্বচ্যাম্পিয়ন ভেবে খেলতে নামবে না বলে জানান দলটির অধিনায়ক জস বাটলার।
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে ইংল্যান্ড। এরপর পুরো দলের দর্শনে আমুল বদলে দেন ইয়ন মরগ্যান। ২০১৯ সালে তার অধিনায়কত্বে প্রথমবারের মতো ওয়ানডেতে বিশ্বকাপ জেতে ইংলিশরা। মরগ্যান অবসর নেওয়ার পর জস বাটলার অধিনায়কত্বে ইতিমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। সামপ্রতিক সময়েও তিন ফরম্যাটে বিধ্বংসী দল হয়েছে উঠেছে তারা। এখন পর্যন্ত ওয়ানডেতে টানা ২ বা তার বেশি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এবার ইংল্যান্ডের সামনে রয়েছে সেই সুযোগ।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]