খেলা
‘১৫০তম’ জয় চেলসির
স্পোর্টস ডেস্ক
(১১ মাস আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১১:২৮ পূর্বাহ্ন
সময়টা ভালো যাচ্ছে না চেলসির। প্রিমিয়ার লীগে ছন্দহীন পারফরম্যান্সে টানা তিন ম্যাচ জয়হীন ছিল ‘ম্যান ইন ব্লু’রা। অবশেষে ব্যর্থতার বৃত্ত ভেঙে জয় পেলো মাউরিসিও পচেত্তিনোর দল। সোমবার ক্রেভেন কটেজ স্টেডিয়ামে লীগের ম্যাচে ফুলহ্যাম এফসিকে ২-০ গোলে হারায় চেলসি। এতে একটি মাইলফলক স্পর্শ করে ব্লু’রা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৮তম মিনিটে এগিয়ে যায় চেলসি। গোলটি করেন ইউক্রেনিয়ান উইঙ্গার মিখাইলো মুদরিক। এক মিনিট পরই ২-০ গোলের জয় নিশ্চিত করেন চেলসির আলবেনিয়ান স্ট্রাইকার আর্মান্দো ব্রজা। প্রিমিয়ার লীগের লন্ডন ডার্বিতে চেলসির এটি ১৫০তম জয়। মাত্র দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি গড়লো দলটি। প্রথম দল হিসেবে দেড়শ’ ডার্বি জয়ের রেকর্ড গড়ে লন্ডনের আরেক দল আর্সেনাল। গানারদের ডার্বি জয় সংখ্যা ১৫১টি।
ম্যাচজুড়ে দুই দল সমানে সমান লড়াই করে। ৫৬ শতাংশ বল দখলে রেখে ১০টি শটের ৩টি লক্ষ্যে রাখে ফুলহ্যাম। ৪৪ শতাংশ বল দখলে রেখে ১১টি শটের ৪টি লক্ষ্যে রাখে চেলসি। ম্যাচ শেষে চেলসি কোচ মাউরিসিও পচেত্তিনো বলেন, ‘দুই দলের পারফরম্যান্সের পার্থক্য হলো ম্যাচের ফল।’
পচেত্তিনো বলেন, ‘ছেলেরা সত্যিই অসাধারণ খেলেছে। প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি। দ্বিতীয়ার্ধেও বলের ওপর আধিপত্য ছিল আমাদের।’
৭ ম্যাচে ২ জয়, ২ ড্র এবং ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ টেবিলের একাদশ স্থানে চেলসি। সমান পয়েন্ট নিয়ে ত্রয়োদশ ফুলহ্যাম এফসি। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১৮। সমান ১৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ টটেনহ্যাম হটস্পার এবং আর্সেনাল।