খেলা
ভারতীয় ক্লাবের বিপক্ষে রোমাঞ্চকর জয় কিংসের
স্পোর্টস রিপোর্টার
(১ বছর আগে) ২ অক্টোবর ২০২৩, সোমবার, ৯:৩৮ অপরাহ্ন

প্রথমে গোল হজম করলো বসুন্ধরা কিংস। এরপর টানা ৩ গোল দিয়ে ম্যাচে নিয়ন্ত্রণেও নিয়ে নিল বাংলাদেশের চ্যাম্পিয়ন দলটি। শেষদিকে এক গোল শোধ করে ম্যাচ জমিয়ে তুললো ভারতীয় দল ওড়িশা এফসি। তবে রোমাঞ্চে ঠাসা ৫ গোলের ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
আজ ঘরের মাঠে এএফসি কাপে ওড়িশা এফসিকে ৫-২ গোলে হারিয়েছে বসুন্ধরা। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফুটবলার ডোরিয়েল্টন। বাকি গোলটি আসে অপর ব্রাজিলয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরার পা থেকে।
এদিন বসুন্ধরা কিংস অ্যারেনাতে ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় ওড়িশা। ডান প্রান্ত থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডিয়েগো মউরিসিও। ৩৯তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। বাঁ প্রান্ত থেকে রবিনহোর চিপ ধরে হেডে বল জালে জড়ান আরেক ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা।
প্রথমার্ধের শেষদিকে ব্যবধান বাড়িয়ে নেয় বসুন্ধরা। রাকিবের ক্রসে বক্সের ভেতর থেকে ডোরিয়েল্টনের দারুণ হেড জড়িয়ে যায় জালে। ম্যাচের ৫৪তম মিনিটে রবিনহোর পাসে ডোরিয়েল্টন বক্সে ঢুকে গোলকিপারে দুই পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন।
একটু পরই ওড়িশার একটি প্রচেষ্টা সাইড বারে লাগলে ব্যবধান কমানো যায়নি। ৬৬তম মিনিটে ব্যবধান কমায় ওড়িশা। এতে জমে ওঠে ম্যাচ।
৮৫ মিনিটে ওড়িশার রয় কৃষ্ণার হেড ক্রস বারে লেগেফিরে এলে হতাশ হয় ওড়িশা শিবির। শেষ পর্যন্ত এএফসি কাপে প্রথম ম্যাচ জিতে মাঠ ছেড়েছে অস্কার ব্রুজনের দল।