বিশ্বজমিন
ক্যালিফোর্নিয়ার সিনেটরের মৃত্যুতে ফ্রি ডেলিভারির ঘোষণা অস্ত্র কোম্পানির
মানবজমিন ডেস্ক
(২ মাস আগে) ১ অক্টোবর ২০২৩, রবিবার, ৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৯ অপরাহ্ন

৯০ বছর বয়সে মারা গেছেন ক্যালিফোর্নিয়ার সিনেটর ডায়ান ফেইনস্টেইন। তার মৃত্যুতে আনন্দ প্রকাশ করেছে মার্কিন অস্ত্র কোম্পানি ‘ফেনিক্স অ্যামুনিশন’। একইসঙ্গে তার মৃত্যু উপলক্ষে আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় অস্ত্র ডেলিভারি ফ্রি করে দিয়েছে তারা। যদিও কারও মৃত্যুর পর এভাবে উদযাপন করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। এমন বিতর্কের জবাবে ফেনিক্স জানিয়েছে, ন্যান্সি পেলোসির মৃত্যুর পরেও তারা এভাবে উদযাপন করবে। এ খবর দিয়েছে দ্য ব্লেজ।
খবরে জানানো হয়, ১৯৯২ সাল থেকে ক্যালিফোর্নিয়ার সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফেইনস্টেইন। ডেমোক্রেট দলের এই সিনেটর গত শুক্রবার মারা যান। এরপরই ফেনিক্স অ্যামুনিশন সোশ্যাল মিডিয়া এক্সে ঘোষণা করে যে, আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত তারা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জন্য ফ্রি অস্ত্র ডেলিভারি দেবে। কারণ ফেইনস্টেইনের মতো ভয়ংকর ‘কর্তৃত্ববাদীদের’ নিয়ে মৃত্যুর পরেও উপহাস করা উচিৎ।
তবে কোম্পানিটির এমন পদক্ষেপের সমালোচনা করে একজন লিখেছেন, ফেনিক্স সীমা অতিক্রম করে ফেলেছে। এর জবাবে কোম্পানিটি বলেছে, ন্যান্সি পেলোসির মৃত্যুর পরেও তারা এভাবেই উদযাপন করবে।
।পাঠকের মতামত
True freedom of expression, even though I don't like it. These democrats turn this great state to a leftwing agenda base everything is okay state.
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা/ মার্কিন শ্রমবিষয়ক মেমোরেন্ডামের টার্গেট হতে পারে বাংলাদেশ
ভয়েস অব আমেরিকার রিপোর্ট/ বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]