বিশ্বজমিন
আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলা
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১ অক্টোবর ২০২৩, রবিবার, ৩:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ অপরাহ্ন

তুরস্কের রাজধানী আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে দুই সন্ত্রাসী। যে এলাকায় তুরস্কের সব মন্ত্রণালয়, সেই এলাকায় মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলা চালায় তাদের একজন। অন্যজনকে কর্তৃপক্ষ নিষ্ক্রিয় করেছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, এ সময় সামান্য আহত হয়েছেন দু’জন পুলিশ সদস্য। তিনি বলেন, দু’সন্ত্রাসী একটি হালকা বাণিজ্যিক যানে করে জেনারেল ডিরেক্টরেট অব সিকিউরিটির গেটের সামনে উপস্থিত হয়। তারপর একটি বোমা হামলা চালায়। এতে তাদের একজন নিজেদের বোমায়ই উড়ে যায়। অন্যজনকে নিষ্ক্রিয় করা হয়েছে। অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শেষ সন্ত্রাসীকে নিষ্ক্রিয় না করা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। এ খবর দিয়েছে টিআরটি টেলিভিশন।
স্থানীয় সময় রোববার সকাল সাড়ে নয়টার দিকে বন্দুকযুদ্ধের পর শহরের কেন্দ্রস্থলে কিজিলায় এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ হয়।
তখন থেকেই ওই এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে নিরাপত্তা রক্ষাকারীরা। এক পর্যায়ে টিভি ফুটেজে দেখা যায় বোমা তৈরির একটি স্কোয়াড ওই এলাকায় পার্ক করা একটি গাড়িতে অবস্থান নিয়েছে। এটি তুরস্কের গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি এবং সরকারি অন্য গুরুত্বপূর্ণ ভবন আছে, এমন এলাকা। আনাদোলু বার্তা সংস্থার মতে, আঙ্কারার প্রধান পাবলিক প্রসিকিউটরের অফিস এরই মধ্যে সন্ত্রাসী এই হামলার তদন্ত শুরু করেছে। আতাতুর্ক বুলভার্ড গাড়ি চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির একটি গেট বন্ধ করে দেয়া হয়েছে। তিন মাস বিরতির পর রোববার বিকেলে ন্যাশনাল অ্যাসেম্বলি বসার কথা রয়েছে।