বিশ্বজমিন
বন্দির সঙ্গে যৌন সম্পর্ক
ইসরাইলে নারী জেল প্রহরীদের দায়িত্বে নিষিদ্ধ করা হচ্ছে
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১ অক্টোবর ২০২৩, রবিবার, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩০ অপরাহ্ন

ফিলিস্তিনি এক বন্দির সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ উঠেছে ইসরাইলের নারী জেল প্রহরীদের বিরুদ্ধে। এ অভিযোগে উচ্চ নিরাপত্তা সম্বলিত জেলখানায় দায়িত্ব থেকে নিষিদ্ধ করা হবে ইসরাইলের নারী সেনা সদস্যদের। ফিলিস্তিনি এক বন্দির সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ স্বীকার করেছেন ইসরাইলি এক নারী সেনা। তাদের অভিযোগ, ইসরাইলে বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে বড় রকমের হামলা চালানোর জন্য ফিলিস্তিনি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জেল দেয়া হয়েছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, অভিযুক্ত নারী সেনা সার্ভিসে ছিলেন। বেশির ভাগ ইসরাইলির জন্য এই দায়িত্ব পালন বাধ্যতামূলক। নারীদেরকে কমপক্ষে দুই বছর এবং পুরুষদেরকে কমপক্ষে ৩২ মাস বা প্রায় তিন বছর বাধ্যতামূলকভাবে সেনা সার্ভিসে দায়িত্ব পালন করতে হয়। ফিলিস্তিনি বন্দির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী ওই নারী সেনা সদস্যকে জেল দেয়া হয়েছে। আদালতে এ বিষয়ে শুনানি হয়েছে। যে জেলখানায় এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত জানানোর ওপর আদালত নিষেধাজ্ঞা দিয়েছে।
ইসরাইলি মিডিয়ার খবর, জিজ্ঞাসাবাদে ওই নারী সেনা বলেছেন, আরও চারজন নারী ফিলিস্তিনি ওই একই বন্দির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। ইসরাইলি প্রিজন সার্ভিস (আইপিএস) বলেছে, জিজ্ঞাসাবাদের আগে ফিলিস্তিনি ওই বন্দিকে অন্য একটি সেলে স্থানান্তরিত করা হয়েছে। শুক্রবার আইপিএস প্রধান কেটি পেরি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেনগাভির ঘোষণা দিয়েছেন যে, উচ্চ নিরাপত্তা সম্বলিত যেসব জেলে ফিলিস্তিনিদের রাখা হয়েছে সেখানে আর কোনো নারী সেনা দায়িত্ব পালন করতে পারবেন না। বেন গাভিরকে উদ্ধৃত করে ইসরাইলি মিডিয়া বলেছে, ২০২৫ সালের মাঝামাঝি উচ্চ নিরাপত্তা সম্বলিত জেলগুলোতে একজন নারী সেনাও থাকবে না। এমন জেলখানায় নারী সেনাদের দায়িত্ব পালন স্থগিত করার জন্য অনেকবার আহ্বান জানানো হয়েছে। গত বছর অভিযোগ ওঠে যে, ফিলিস্তিনি অভিযুক্তদের কেউ কেউ নারী সেনা সদস্যদের অবমাননা করেন এবং তাদের কাউকে কাউকে ধর্ষণ করেন।