ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

বন্দির সঙ্গে যৌন সম্পর্ক

ইসরাইলে নারী জেল প্রহরীদের দায়িত্বে নিষিদ্ধ করা হচ্ছে

মানবজমিন ডেস্ক

(২ মাস আগে) ১ অক্টোবর ২০২৩, রবিবার, ১০:১০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩০ অপরাহ্ন

mzamin

ফিলিস্তিনি এক বন্দির সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ উঠেছে ইসরাইলের নারী জেল প্রহরীদের বিরুদ্ধে। এ অভিযোগে উচ্চ নিরাপত্তা সম্বলিত জেলখানায় দায়িত্ব থেকে নিষিদ্ধ করা হবে ইসরাইলের নারী সেনা সদস্যদের। ফিলিস্তিনি এক বন্দির সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ স্বীকার করেছেন ইসরাইলি এক নারী সেনা। তাদের অভিযোগ, ইসরাইলে বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে বড় রকমের হামলা চালানোর জন্য ফিলিস্তিনি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জেল দেয়া হয়েছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, অভিযুক্ত নারী সেনা সার্ভিসে ছিলেন। বেশির ভাগ ইসরাইলির জন্য এই দায়িত্ব পালন বাধ্যতামূলক। নারীদেরকে কমপক্ষে দুই বছর এবং পুরুষদেরকে কমপক্ষে ৩২ মাস বা প্রায় তিন বছর বাধ্যতামূলকভাবে সেনা সার্ভিসে দায়িত্ব পালন করতে হয়। ফিলিস্তিনি বন্দির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী ওই নারী সেনা সদস্যকে জেল দেয়া হয়েছে। আদালতে এ বিষয়ে শুনানি হয়েছে। যে জেলখানায় এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত জানানোর ওপর আদালত নিষেধাজ্ঞা দিয়েছে। 

ইসরাইলি মিডিয়ার খবর, জিজ্ঞাসাবাদে ওই নারী সেনা বলেছেন, আরও চারজন নারী ফিলিস্তিনি ওই একই বন্দির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন।

বিজ্ঞাপন
ইসরাইলি প্রিজন সার্ভিস (আইপিএস) বলেছে, জিজ্ঞাসাবাদের আগে ফিলিস্তিনি ওই বন্দিকে অন্য একটি সেলে স্থানান্তরিত করা হয়েছে। শুক্রবার আইপিএস প্রধান কেটি পেরি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেনগাভির ঘোষণা দিয়েছেন যে, উচ্চ নিরাপত্তা সম্বলিত যেসব জেলে ফিলিস্তিনিদের রাখা হয়েছে সেখানে আর কোনো নারী সেনা দায়িত্ব পালন করতে পারবেন না। বেন গাভিরকে উদ্ধৃত করে ইসরাইলি মিডিয়া বলেছে, ২০২৫ সালের মাঝামাঝি উচ্চ নিরাপত্তা সম্বলিত জেলগুলোতে একজন নারী সেনাও থাকবে না। এমন জেলখানায় নারী সেনাদের দায়িত্ব পালন স্থগিত করার জন্য অনেকবার আহ্বান জানানো হয়েছে। গত বছর অভিযোগ ওঠে যে, ফিলিস্তিনি অভিযুক্তদের কেউ কেউ নারী সেনা সদস্যদের অবমাননা করেন এবং তাদের কাউকে কাউকে ধর্ষণ করেন।

পাঠকের মতামত

কাজী মন্টু সব জায়গায়!!! হা হা হা!!!

Kamal
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১০:৫৮ অপরাহ্ন

একজন বন্দী কখনো ধর্ষণ করার সাহস পাবে না ইসরায়েলের কোন সেনাকে । এটি ডাহা মিথ্যা অভিযোগ । ইসরাইলী নারী সেনারা ই যৌন সম্পর্ক করেছে । সরকারি সিদ্ধান্ত ঠিক আছে । তাদের দেশের স্বার্থে ।

Kazi
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১০:২৪ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status