অনলাইন
চ্যালেঞ্জিং মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম ডিবি: বিদায়ী ডিএমপি কমিশনার
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৫০ অপরাহ্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যেকোনো পরিস্থিতি সামাল দিয়ে চ্যালেঞ্জিং মামলার রহস্য উদঘাটনের সক্ষমতা রয়েছে। শনিবার তিনি তার বিদায়ী বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ডিএমপির মুখ উজ্জ্বল করার জন্য ডিবি আর সিটিটিসি গুরুত্বপূর্ণ ইউনিট। দীর্ঘ ১১ মাস কাজ করে এটি আমার কাছে মনে হয়েছে। চ্যালেঞ্জিং যত ঘটনা ও মামলা সেগুলোর কাজ এই দুই ইউনিট করে। আমি আগেও বলেছি আমরা যখন মফস্বলে কাজ করতাম তখন দেখতাম ডিএমপির ডিবি বিভিন্ন গুরুত্বপূর্ণ ও রহস্যজনক ঘটনা উদঘাটন করছে। আমি যোগদান করার পরে নিজেও দেখেছি। এই ইউনিট ডিএমপিকে অনেক উঁচুতে নিয়ে যাবে। আমার কাছেও যত চ্যালেঞ্জিং মামলা আসতো সেগুলো আমি ডিবিতে হস্তান্তর করতাম।
তিনি বলেন, ডিবির অতিরিক্ত কমিশনার অনেক মেধাবী কর্মকর্তা। চাকরি জীবনে আমি এরকম মেধাবী কর্মকর্তা খুব দেখতে পেয়েছি। আমার সঙ্গে আপনারা একমত হবেন কিনা জানি না। ডিএমপিতে দায়িত্ব পালন করার সময় তার পেশাদারিত্বসহ সবদিক বিবেচনা করে দেখেছি সে অত্যন্ত দক্ষ একজন কর্মকর্তা। পরিস্থিতি সামাল দেয়া, মামলার রহস্য উদঘাটন সবগুণই তার মধ্যে আছে। সামনে যে চ্যালেঞ্জ আসবে হারুন তার টিম নিয়ে সেগুলো মোকাবিলা করবে।