বিশ্বজমিন
প্যারিসে ছারপোকার বিস্তার, ‘নিরাপদ কোনো স্থান নেই’
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন
ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ বিস্তার ঘটেছে ছারপোকার। এর প্রেক্ষিতে জনসাধারণকে সুরক্ষিত রাখার প্রত্যয় ঘোষণা করেছে সরকার। পরিবহন মন্ত্রী ক্লিমেন্ট বিউনি শুক্রবার বলেছেন, রক্তচোষা ছারপোকার বিস্তার থেকে জনগণকে সুরক্ষিত রাখতে আরও পদক্ষেপ নিতে আগামী সপ্তাহে পরিবহন অপারেটরদের একত্রিত করবেন। সম্প্রতি গণপরিবহন, সিনেমা হল সহ বিভিন্ন স্থানে ছারপোকার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরই প্যারিসের কর্মকর্তারা এবং ট্রেড ইউনিয়ন সরকারকে পদক্ষেপ নেয়ার জোরালো আহ্বান জানায়। এমন অবস্থায় শুক্রবার ফরাসি টিভি স্টেশনে কথা বলছিলেন প্যারিসের ডেপুটি মেয়র ইমানুয়েল গ্রেগোরি। এ সময় তিনি এই ঘটনাটিকে বিস্তৃত বলে অভিহিত করেন। তিনি বলেন, আপনাকে অনুধাবন করতে হবে যে, বাস্তবতা হলো কোনো স্থানই নিরাপদ নয়। সুস্পটতই এক্ষেত্রে রিক্স ফ্যাক্টর আছে। কিন্তু বাস্তবতা হলো, যেকোনো স্থানে আপনাকে ছারপোকায় ধরতে পারে। তা সঙ্গে করে আপনি বাসায় নিয়ে যেতে পারেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
তিন বছর আগে ছারপোকাবিরোধী অভিযান পরিচালনা করেছিল ফরাসি সরকার। এর মধ্যে ছিল একটি ওয়েবসাইট, একটি তথ্যভিত্তিক হটলাইন। তখনও ছারপোকার বিস্তার হয়েছিল। ডেপুটি মেয়র গ্রেগরি বলেছেন, এই পরিকল্পনা ছাড়াও প্রায় ৩৬ লাখ মানুষ প্রতিদিন প্যারিসে যান। ফলে শহরের বাইরে ছারপোকার বিস্তার বন্ধ করা যাবে না। দেশটির স্বাস্থ্য ও স্যানিটারি বিষয়ক পরিষদ অ্যানসেসের একজন বিশেষজ্ঞ জোহানা ফিট বলেছেন, এই সমস্যাটি ফ্রান্সে বাড়ছে এবং তা বিশ্বের সব স্থানেই আছে। এর প্রধান কারণ মানুষের চলাচল, ভ্রমণ। এসব কারণে মানুষ অল্প সময়ের জন্য কোনো বাসস্থানে থাকে। তারপর তাদের স্যুটকেস বা লাগেজে আশ্রয় নেয়া ছারপোকা সঙ্গে করে নিয়ে যায়। এ জন্য ছারপোকার সংখ্যা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। কীটনাশকেও ক্রমবর্ধমানভাবে প্রতিরোধী হয়ে পড়ছে এই ক্ষুদ্র প্রাণীটি। এ জন্য এই প্রাণীটির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো অলৌকিক চিকিৎসা ব্যবস্থা নেই।
প্যারিসের ডেপুটি মেয়র এই ইস্যুতে ‘হিস্টেরিয়া’র বিরুদ্ধে সতর্ক করেছেন। বলেছেন, টাউন হলের তথ্য সার্ভিস বিভাগে ছারপোকা নিয়ে অভিযোগকারী লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আবাসিক এলাকাগুলোতে ছারপোকা দমনে যেসব কোম্পানি কাজ করে তারা বলছে, বর্তমানে স্বাভাবিকের তুলনায় ছারপোকা বাড়ছে। তাদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ খবর এমন এক সময়ে এলো যখন ২০২৪ অলিম্পিক গেমসের জন্য প্রস্তুত হচ্ছে প্যারিস। তবে ছারপোকার উপদ্রব নিয়ে উদ্বিগ্ন নন কর্মকর্তারা। ডেপুটি মেয়র জর্জিয়া বলেছেন, অলিম্পিক গেমসের জন্য এটা কোনো হুমকি নয়। আগেও ছারপোকা ছিল। পরেও তা থাকবে।