বিশ্বজমিন
পশ্চিমতীরে ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল
মানবজমিন ডেস্ক
(২ মাস আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ২:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

দখলীকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনারা হত্যা করেছে ফিলিস্তিনি অধিকারকর্মী ও যোদ্ধাগোষ্ঠী হামাসের সদস্য মোহাম্মদ জিবরিল রুমানেহকে। শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষের সময় ইসরাইলি সেনারা গুলি ছোড়ে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে লিখেছে, আল বিরেহ এলাকায় দখলদার বাহিনীর ছোড়া বুলেটে মারাত্মক আহত হয়ে মারা গেছেন জিবরিল। দ্বিতীয় আরেক ফিলিস্তিনি আহত হয়েছেন। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, নিহত ব্যক্তি হামাসের সদস্য। তিনি তাদের পাগোটের কাছে একটি সামরিক চৌকিতে বোমা ছুড়ে মেরেছিলেন। ওই এলাকায় সক্রিয় সেনারা নিয়মিত অভিযানে সন্দেহভাজনকে শনাক্ত করে এবং সরাসরি গুলি করে জবাব দেয়। অন্য দু’জনকে নিষ্ক্রিয় করা হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পশ্চিমতীরে এক বছরের বেশি সময় ধরে সহিংসতা চলছে। সেখানে ইসরাইলি সেনাবাহিনীর তল্লাশি বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনি গ্রামবাসীর ওপর বসতি স্থাপনকারীদের নির্যাতন বৃদ্ধি পেয়েছে। মাঝে মাঝে অতিষ্ঠ ফিলিস্তিনিরা ইসরাইলিদের বিরুদ্ধে হামলা চালায়। বছরের শুরু থেকে এ পর্যন্ত সেখানে নিহত হয়েছেন কমপক্ষে ২৪২ জন ফিলিস্তিনি এবং ৩২ জন ইসরাইলি।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা/ মার্কিন শ্রমবিষয়ক মেমোরেন্ডামের টার্গেট হতে পারে বাংলাদেশ
ভয়েস অব আমেরিকার রিপোর্ট/ বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]