ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

৯০ বছর বয়সে মারা গেছেন ডায়ান ফেইনস্টাইন

মানবজমিন ডেস্ক

(২ মাস আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৯:৩৭ অপরাহ্ন

mzamin

তিন দশকের বেশি সময় ধরে দায়িত্বে থাকা ক্যালিফোর্নিয়ার সিনেটর ডায়ান ফেইনস্টাইন আর নেই। তিনি মার্কিন রাজনীতিতে নারীদের একজন অগ্রদূত হিসেবে পরিচিত। ৯০ বছর বয়সে শুক্রবার তিনি মারা যান। মৃত্যুর সময় তিনি ছিলেন মার্কিন সিনেটের সবচেয়ে বয়স্ক সদস্য। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, গত এপ্রিল মাসে সামান্য আঘাতের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তখন তিনি সুস্থ হয়ে ফিরে এসেছিলেন। শুক্রবার একটি বিবৃতিতে ফেইনস্টাইনের অফিস বলেছে, ওয়াশিংটন ডিসিতে তার নিজ বাড়িতে মারা গেছেন তিনি। সিনেটর ফেইনস্টাইন ছিলেন এমন একজন যিনি আমাদের দেশ এবং অঙ্গরাজ্যের ওপর অবিশ্বাস্য প্রভাব ফেলেছিলেন। তিনি এমন একটি উদাহরণ রেখে গেছেন যা অনস্বীকার্য এবং অসাধারণ। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউজমকে এখন ফেইনস্টাইনের স্থলাভিষিক্ত হবেন।

১৯৩৩ সালে জন্মগ্রহণ করা ফেইনস্টাইন সান ফ্রান্সিসকোতে বেড়ে ওঠেন।

বিজ্ঞাপন
১৯৭৮ সালে তিনি সান ফ্রান্সিসকোর প্রথম নারী মেয়র নির্বাচিত হন। এরপর ১৯৯২ সালে তিনি প্রথম সিনেটর নির্বাচিত হন।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status