ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ট্রাম্প ছাড়াই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের ২য় বিতর্ক

মানবজমিন ডেস্ক

(২ মাস আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১২:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৩৮ অপরাহ্ন

mzamin

ডনাল্ড ট্রাম্পের অনুপস্থিতিতে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী বাকি ৭ জন প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার বিতর্ক হয়ে গেল। বুধবার তাদের মধ্যে এ বিতর্কে অর্থনীতি, অভিবাসন এবং চীন ছিল আলোচ্য বিষয়। এদিন বিতর্কের স্থান থেকে ২০০০ মাইল দূরে মিশিগানে ভোটারদের উদ্বুদ্ধ করার এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প। এ জন্য তাকে ‘মিসিং ইন অ্যাকশন’ বলে খোঁচা দিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী রন ডি’স্যান্তিস। দুই ঘণ্টার উত্তপ্ত বিতর্কে এদিন প্রতি প্রার্থী অন্য প্রার্থীকে বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করেন। একজন অন্যজনকে আক্রমণ করে কথা বলেন। তবে রাত শেষ হয়ে আসায় তাদের কেউই বড় স্থান দখল করতে পারেননি। রিপাবলিকান দলের ট্রাম্পসহ ৮ জন প্রার্থীর মধ্যে যিনিই দলীয় মনোনয়ন পাবেন, তিনিই দৃশ্যত আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হবেন। 

ফক্স বিজনেস নেটওর্য়ার্কেও প্রাইমটাইম শোডাউনে মঞ্চে উপস্থিত ছিলেন ফ্লোরিডার গভর্নর রন ডি’স্যান্তিস, বায়োটেক উদ্যোক্তা বিবেক রামাস্বামী, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি, নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, দক্ষিণ ক্যারোলাইনার সিনেটর টিম স্কট ও নর্থ ডাকোটার গভর্নর ডগ বার্গাম। ক্যালিফোর্নিয়ায় সিমি ভ্যালিতে রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে অনুষ্ঠিত এই বিতর্কেও প্রথম আধাঘণ্টা ছিল শান্ত। কিন্তু এর পরই প্রার্থীরা মেজাজ হারাতে শুরু করেন।

বিজ্ঞাপন
ফলে তিনজন মডারেটর বেশ কয়েকবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 
ওদিকে বেশির ভাগ জনমত জরিপে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি অন্যদের চেয়ে প্রায় ৪০ পয়েন্টে এগিয়ে আছেন। আগে থেকেই তিনি ইঙ্গিত দিয়েছেন এসব বিতর্ক এড়িয়ে চলবেন। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status