ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

খুনি, সন্ত্রাসী ও নাৎসিদের নিরাপদ আশ্রয়স্থল কানাডা: জয়

মানবজমিন ডেস্ক

(২ মাস আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৭:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৭ অপরাহ্ন

mzamin

কানাডার বিরুদ্ধে এবার বড় ধরনের অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার মাইক্রোব্লগিং সাইট এক্সে তিনি বলেন, কানাডা হচ্ছে খুনি, সন্ত্রাসী ও নাৎসিদের নিরাপদ আশ্রয়স্থল (সেফ হেভেন)। এসময় তিনি তার এই মন্তব্যের সঙ্গে ভারতীয় গণমাধ্যম OpIndia-র একটি প্রতিবেদনের লিংক যুক্ত করে দেন। 

গত ২৩শে সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনের হেডলাইনে বলা হয়েছে, ‘বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে যেভাবে রক্ষা করছে কানাডা’। এটিকে এক্সে শেয়ার করে তার উপরে জয় লিখেন, কানাডা খুনি, সন্ত্রাসী ও নাৎসিদের সেফ হেভেন। 

সাম্প্রতিক সময়ে কানাডার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনেছে ভারত ও রাশিয়াও। খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং হত্যার জেরে ভারত ও কানাডার মধ্যেকার সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। ওই হত্যাকাণ্ডের জন্য ভারতকে দায়ী করেছে কানাডা। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি কানাডাকে সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ বলে আখ্যায়িত করেছেন।

আবার গত শুক্রবার কানাডার পার্লামেন্টে এক নাৎসি সৈনিককে সম্মান প্রদর্শনের ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ওই ঘটনার জন্য কানাডার কাছে ব্যাখ্যা চেয়েছে রাশিয়া। সোশ্যাল মিডিয়ায় কানাডার বিরুদ্ধে নাৎসিবাদকে উৎসাহিত করার ব্যাপক অভিযোগ দেখা যাচ্ছে। ওই ঘটনায় পদত্যাগে বাধ্য হয়েছেন কানাডার স্পিকার অ্যান্থনি রোটা।

বিজ্ঞাপন

পাঠকের মতামত

আর চোর, ব্যাংক শেয়ারবাজার লুটেরা, কমিশনখোর কিংবা লম্পটদের অভয়ারণ্য হচ্ছে বর্তমানে সিংগাপুর ও দুবাই।

Arifur rahman
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১০:২৫ অপরাহ্ন

কানাডায় বেগম পাড়া কাদের বাছাধন দয়া করে এসব লুঠাদের নাম বলবেন কি..তাদের পরিচয় কি ?কোন দলের কাঁধেরআত্মীয় সজন তারা

faruq ahamed Faruq
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৯:০১ অপরাহ্ন

ভারতের পত্রিকায় যে ১৫০০ কোটি টাকার ঘুষ কেলেঙ্কারির তথ্য পিকে হালদারের স্বীকার উক্তিতে এসেছে। সেই ব্যাপারে চোর বিজ্ঞানী সাহেবের মতামত কি।

পথিক
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৮:৪৬ পূর্বাহ্ন

কেউ কি এই বক্তব্য টি বুঝতে পেরেছেন !!!??? শিখ নেতা হত্যা কে কেন্দ্র করে ভারত কে খুশি করার কৌশল হিসাবে এই বক্তব্য দিয়েছে। সে মনে করেছে BD এর সবাই বোকা শোকা মানুষ কি আর বুঝবে!!!!

মো: আব্দুল খালেক
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৮:৪১ পূর্বাহ্ন

এনারা নিজেরা ক্ষমতার লোভে বিপদে জড়িয়ে যাচ্ছে.. আর দেশের মানুষকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়ে যাবে..

Barkat
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৮:৩৬ পূর্বাহ্ন

বভা গণেশ জয়চন্ডি কোথায় তুহি হে !!! আসেন না একটু দুই নজরে দেহি !!! জিনের বাদশা গণেশ জয় চন্দ্র শীল তুমি একটু অপেক্ষা করো , আর একটু সময়। প্রতি মাসে ১ কোটি ৬০ লক্ষ টাকা মাসিক ব্যাটন নিছো ভুয়া সনদ আর সাড়ে হাজার বক্তব্য দিয়ে। তুমি যদি সাত সমুদ্র তেরো নদীর গভীরে এমন কি প্রশান্ত মহাসাগর এর গভীরতম স্থান মারিয়ানা ট্রান্স অথবা হিমালয়ের সর্বোচ্চ চূড়া তেও থাকো তবু তোরে খুঁজে বাহির করা হবে কারণ তোরা তুমি বহুত খেলা খেলেছো যার ষোলোআনা উসুল তুমি তোমাদেক করতেই হবে।

মোঃ আব্দুল খালেক
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৮:৩৫ পূর্বাহ্ন

Where are you hiding?

Banglar Manush
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৮:০২ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status