বিশ্বজমিন
রাশিয়ার এলপিজির শিপমেন্ট পেয়েছে পাকিস্তান
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৩ পূর্বাহ্ন

রাশিয়া থেকে এলপিজির প্রথম শিপমেন্ট পেয়েছে পাকিস্তান। মঙ্গলবার ইসলামাবাদে অবস্থিত মস্কোর দূতাবাস থেকে বলা হয়, এটা হলো রাশিয়া থেকে কেনা ইসলামাবাদের জ্বালানি বিষয়ক দ্বিতীয় চালান। ইরানের সহায়তায় এই সরবরাহ পাঠানো হয়েছে। এ বছরের শুরুর দিকে রাশিয়ার সঙ্গে পাকিস্তান চুক্তি করে। সেই চুক্তির অধীনে এটাই হলো এ বছরে প্রথম সরবরাহ। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
এতে বলা হয়, ইরানের সারাখস স্পেশাল ইকোনমিক জোন হয়ে পাকিস্তানে সরবরাহ দেয়া এই গ্যাসের পরিমাণ এক লাখ টন। দ্বিতীয় শিপমেন্ট পাঠানোর আলোচনা চলছে বলে জানিয়েছে মস্কো দূতাবাস। তবে এতে ইরানের জড়িত থাকার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তাৎক্ষণিকভাবে জানা যায়নি এসব এলপিজির দাম কেমন হবে অথবা এতে কোনো ডিসকাউন্ট থাকবে কিনা। পাকিস্তান বলেছে, তারা এই গ্যাসের দাম পরিশোধ করেছে চীনের মুদ্রা ইউয়ানে। কি পরিমাণ অর্থের চুক্তি হয়েছে তা কখনোই প্রকাশ করা হয়নি।