বিশ্বজমিন
শিখ নেতা হত্যা নিয়ে জয়শঙ্কর যা বললেন
মানবজমিন ডেস্ক
(২ মাস আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

শিখ নেতা হরদিপ সিং নিজার হত্যাকাণ্ড নিয়ে কানাডার জোর অভিযোগের পর আবারও মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি মঙ্গলবার বলেছেন, ভারত এ ধরনের পলিসির সঙ্গে যুক্ত থাকে না। উল্লেখ্য, কানাডার ভ্যানকোভারে ১৮ই জুন শিখ নেতা হরদিপ সিং নিজারকে হত্যা করে দু’অস্ত্রধারী। এ হত্যায় ভারত সরকার এবং ‘র’ জড়িত বলে জোর দাবি করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করে দু’দেশ। উত্তেজনার আরও অবনতি হয়, যখন কানাডায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড কোহেন বলেন, ফাইভ আইস অংশীদারদের মধ্যে গোয়েন্দা তথ্য শেয়ার হয়েছে। এর ফলে ট্রুডো ওই দাবি করতে উদ্বুদ্ধ হয়েছেন। এর জবাবে এস জয়শঙ্কর বলেন, আমি ফাইভ আইসের কোনো অংশ নই। আমি অবশ্যই এফবিআইয়ের কোনো অংশ নই। তাই আমার মনে হয়, আপনি ভুল ব্যক্তির সঙ্গে কথা বলছেন।
কানাডার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। তারা বলছে, এখনও ট্রুডো প্রশাসন কোনো তথ্যপ্রমাণ দিতে পারেনি অভিযোগের প্রেক্ষিতে। জয়শঙ্কর কানাডাকে আশ্বস্ত করেন যে, নিজার হত্যাকাণ্ডে কোনো সুনির্দিষ্ট তথ্য দিলে ভারত তাতে অ্যাকশন নেবে। তিনি বলেন, আমরা কানাডাকে বলেছি, এটা আমাদের পলিসি নয়। দ্বিতীয়ত, আমরা বলেছি যদি সংশ্লিষ্ট কোনো প্রমাণ থাকে আমাদেরকে জানতে দিন।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা/ মার্কিন শ্রমবিষয়ক মেমোরেন্ডামের টার্গেট হতে পারে বাংলাদেশ
ভয়েস অব আমেরিকার রিপোর্ট/ বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]