খেলা
বাংলাদেশের ম্যাচ শেষে বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি
স্পোর্টস রিপোর্টার
(২ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪২ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচ শেষে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আজ বিকাল ৪টা ৪৫ মিনিটে এক পোস্টে বিসিবি থেকে জানানো হয়, খুব দ্রুত বিশ্বকাপের দল ঘোষণা ও জার্সি উন্মোচন করা হবে। তখন ধারণা করা হচ্ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ইনিংস বিরতিতে দল ঘোষণা করবে বিসিবি। কিন্তু ৫টা ৪১ মিনিটে দ্বিতীয় দফায় দেওয়া পোস্টে বিসিবি জানায়, ‘একটু দেরি হচ্ছে। বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপের দল ঘোষণা ও জার্সি উন্মোচন করা হবে।’
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]