খেলা
মাঠে দলকে রেখে বাসায় ম্যানেজার নাফিস ইকবাল, থাকছেন না বিশ্বকাপেও!
স্পোর্টস রিপোর্টার
(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন
নিউজিল্যান্ড সিরিজে তৃতীয় ওয়ানডেতে সকাল যথারীতি দলের সঙ্গে ছিলেন টাইগারদের ম্যানেজার নাফিস ইকবাল। তবে এক পর্যায়ে তিনি অভিমানে দল ছেড়ে বাসায় চলে গেছেন বলে জানা গেছে। শুধু তাই নয়, তিনি থাকছেন না বাংলাদেশের বিশ্বকাপ দলের সঙ্গেও। গতকাল থেকে ফের বাংলাদেশ ক্রিকেটে নেমে এসেছে বিতর্কের ঝড়। ইনজুরি আক্রান্ত তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াডে নিতে চান না অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এমনটাই জোর গুঞ্জন। গতকাল মধ্যরাতে এ নিয়ে নাজমুল হাসান পাপনের বাসাতেও হয়েছে লম্বা আলোচনা। সেই ঘটনার রেশ এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে আজ ম্যাচ চলাকালে টিমম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে কোনও একটি ঘটনা ঘটে। যার কারণে তিনি দলকে মাঠে রেখে চলে গেছেন বাসায়। শুধু তাই নয়, গুঞ্জন রয়েছে তাকে নেয়া হচ্ছে না বিশ্বকাপ দলের ম্যানেজার হিসেবেও। তার জেরে হয়তো তিনি অভিমানে মাঠ ছেড়েছেন বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে কাল বিকেল ৪ টায় ভারতের গোহাটির উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে উত্তাপ ছড়াচ্ছে তামিম-সাকিব দ্বন্দ্ব আর সেই তামিমের বড় ভাই নাফিসও চলে এসেছেন আলোচনায়।