খেলা
সাকিব-তামিম দ্বন্দ্ব মেটাতে বিসিবিতে মাশরাফি
স্পোর্টস রিপোর্টার
(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪২ পূর্বাহ্ন
বিশ্বকাপের দল এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে গুঞ্জন ছড়িয়েছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের কারণেই দল ঘোষণা করতে দেরী হচ্ছে। অথচ রাত পোহালেই বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ফলে তড়িঘড়ি করে সাকিব-তামিমের এই দ্বন্দ্ব মেটাতে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শরণাপন্ন হয়েছে বিসিবি।
ইতিমধ্যে বিসিবিতে এসে পৌঁছেছেন মাশরাফি।
মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাঁচাতে লড়ছে বাংলাদেশ। অন্যদিকে মাঠের বাইরে বিসিবি লড়ছে দল ঘোষণা নিয়ে। জানা গেছে আজ ম্যাচের ইনিংস বিরতিতে দল ঘোষণা হতে পারে। তবে তার আগে মাশরাফি চলমান দ্বন্দ্ব কতটুকু মেটাতে পারবেন তার উপর নির্ভর করছে অনেক কিছু।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সংবাদ সম্মেলনে তামিম বলেছিলেন, তিনি এখনও পুরোপুরি ফিট নন। ঝুঁকি এড়াতে খেলছেন না শেষ ওয়ানডে ম্যাচেও। কোমরের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে আনেন এই ওপেনার। তবে পুরোপুরি ফিট না এমন ক্রিকেটারকে নাকি দলে চাইছেন না অধিনায়ক সাকিব আল হাসান ও হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। এরপর থেকেই যত আলোচনা-সমালোচনা শুরু হয়েছে দেশের ক্রিকেট মহলে।