বাংলারজমিন
ঝিনাইদহ থেকে আজ খুলনা অভিমুখে বিএনপি’র রোডমার্চ শুরু
ঝিনাইদহ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারবিএনপি’র খুলনা অভিমুখে রোডমার্চকে ঘিরে কেন্দ্রীয় নেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে ঝিনাইদহ শহর। সর্বত্রই যেন বিএনপি নেতাদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বইছে। বিশেষ করে ঝিনাইদহ ছাড়াও কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিএনপি’র নেতাকর্মীদের মাঝে আজকের রোডমার্চকে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। কেন্দ্রীয় ও বাইরের নেতাকর্মীদের বরণ করতে ঝিনাইদহ জেলা বিএনপি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। রোডমার্চের উদ্বোধনী অনুষ্ঠান স্মরণীয় করতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।
এদিকে রোডমার্চে যোগ দিতে বিএনপি’র অঙ্গ সংগঠনের সাংগঠনিক কমিটির শীর্ষ নেতারা গতকাল বিকাল থেকেই ঝিনাইদহে আসতে শুরু করেন। ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এমএম মজিদ জানান, রোডমার্চের হোস্ট জেলা হিসেবে ঝিনাইদহ শহর এখন কেন্দ্রীয় নেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে। রোডমার্চে যোগ দিতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০ জন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকসহ ৩০ জন. কৃষক দলের ১০ জন ও মৎস্যজীবী দলের ৫ জন কেন্দ্রীয় নেতা ঝিনাইদহে আসছেন।
ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এমএ মজিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস উপস্থিত থাকবেন বলে বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, বিএনপি’র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন, বাবু জয়ন্ত কুমার কুণ্ডুসহ শতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করবেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। রোডমার্চের আয়োজক জেলার বিএনপি’র সভাপতি এডভোকেট এমএ মজিদ বলেন, অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি হিসেবে এই রোডমার্চের আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, এই রোডমার্চের মধ্যদিয়ে ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ।