বাংলারজমিন
পরমাণু বিজ্ঞানী ড. খলিলুর রহমান আর নেই
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবারবাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামের কৃতী সন্তান ড. খলিলুর রহমান আর নেই। গতকাল সকাল ১১টার সময় ঢাকাস্থ নিজ বাসায় বার্ধ্যকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ১ মেয়ে (আমেরিকায় কর্মরত বিজ্ঞানী), স্ত্রী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মরহুম ড. খলিলুর রহমান জীবদ্দশায় সিলেট নর্থ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। এ ছাড়াও তিনি দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ঢাকা ও সিলেটে জানাজার নামাজ শেষে নিজ গ্রাম মৌলভীবাজারস্থ বাহারমর্দনে আজ রোববার মরহুমের সর্বশেষ জানাজার নামাজের পর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হবে বলে মরহুমের স্বজনরা জানিয়েছেন। মরহুম ড. খলিলুর রহমান ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার প্রথম চেয়ারম্যান মরহুম মেজর (অব) ইঞ্জিনিয়ার খালেদুর রহমানের বড় ভাই। মরহুম ড. খলিলুর রহমানের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমানসহ জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও শিক্ষককরা।