ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

পাকিস্তানের মুকুট ছিনিয়ে যে রেকর্ড গড়লো ভারত

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৪:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

এশিয়া কাপ জিততে না পারলেও আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে ছিল পাকিস্তান। এবার বাবর-রিজওয়ানদের সরিয়ে এক নম্বর দল হলো ভারত। এতে ইতিহাসের পাতায় নাম উঠেছে ভারতীয়দের।

গত শুক্রবার পাঞ্জাবের মোহালিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় ভারত। এতে পাকিস্তানকে সরিয়ে র‍্যাংকিংয়ে শীর্ষে পৌঁছায় কেএল রাহুলরা। ৫০ ওভারের ক্রিকেটের সেরার মুকুট পরা ভারত আগে থেকেই টি-টোয়েন্টি ও ওয়ানডে র‍্যাংকিংয়ে  শীর্ষে ছিল। এবার পেলো ওয়ানডের সিংহাসন। একই সঙ্গে তিন সংস্করণে শীর্ষস্থান অর্জন করা মাত্র দ্বিতীয় দল ভারত। ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে এই রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০১২ সালে কীর্তিটি অর্জন করে প্রোটিয়ারা।
আইসিসির সবশেষ প্রকাশিত হালনাগাদ অনুসারে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ে  শীর্ষে ভারত। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে পাকিস্তান। আর তিনে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১১১। ইংল্যান্ডকে পাঁচে নামিয়ে চতুর্থ স্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের রেটিং ১০৬। ইংলিশরা পিছিয়ে এক পয়েন্টে। শীর্ষ দশের বাকি ৪ দলের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ৬ নম্বরে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১০০। ছয় পয়েন্ট কম নিয়ে সাত নম্বরে বাংলাদেশ। টাইগারদের চেয়ে ২ রেটিং পয়েন্ট কম নিয়ে অষ্টম স্থানে শ্রীলঙ্কা। ৮০ রেটিং পয়েন্ট নিয়ে নবম আফগানিস্তান। আর দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৬৮।
টি-টোয়েন্টিতে ২৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। দুইয়ে থাকা ইংল্যান্ডের রেটিং ২৬১। আর ২৫৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। এই ফরম্যাটে বাংলাদেশের অবস্থান নবম। টাইগারদের রেটিং পয়েন্ট ২২৪। টেস্ট র‍্যাংকিংয়ে  ১১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টও ১১৮। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে ভারত। তিনে থাকা ইংল্যান্ডের রেটিং ১১৫। টেস্ট র‍্যাংকিংয়েও  নবম স্থানে বাংলাদেশ। টাইগারদের রেটিং পয়েন্ট ৪৬।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status