বাংলারজমিন
চাটখিলে যুবলীগ কর্মীর গলাকাটা লাশ উদ্ধার
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
(১১ মাস আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ২:০৬ অপরাহ্ন
চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ডের পলোয়ান বাড়ীর শাহজাহান বাবুর্চির ছেলে সিএনজি চালক মো. রনির (৩৩) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পূর্ব সুন্দরপুর ফটিখা বাড়ির সুপারি বাগান থেকে পুলিশ রনির গলাকাটা ও ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে।
চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ সকাল ১০ টার দিকে রনির লাশ উদ্ধার করে। রনির স্ত্রী ও ২ ছেলে রয়েছে। স্বজনরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে রনিকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, রনি হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেয়ার চেষ্টা চলছে। রনি চাটখিল পৌরসভার যুবলীগ কর্মী বলে জানা গেছে।