ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দিলেন উজরা জেয়া

মানবজমিন ডেস্ক

(২ মাস আগে) ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১১:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক ফাঁকে তাদের এই সাক্ষাৎ হয়। এ নিয়ে উজরা জেয়া নিজেই এক্সে (সাবেক টুইটার) সচিত্র একটি পোস্ট দিয়েছেন। 

এতে তিনি লিখেছেন, রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ, কানাডা, গাম্বিয়া, মালয়েশিয়া, তুরস্ক, বৃটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের একটি সাইড ইভেন্টের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবারও যুক্ত হতে পেরে সম্মানীত বোধ করছি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, অংশীদারিত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি এবং ৯ লাখ ৬০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে উদারতার সঙ্গে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছি। 

উল্লেখ্য, গত ১১ই জুলাই তিনি বাংলাদেশ সফরে আসেন। এ সফরে সরকারের বিভিন্ন মহলের সঙ্গে তিনি আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন। জোর দেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর।

পাঠকের মতামত

কি কথা হয়েছে চেহেরাই বলে দেয়।

কাজী এনাম
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৬:৫৯ পূর্বাহ্ন

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন কেবল তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সম্ভব।

AA
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৬:১৩ পূর্বাহ্ন

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন কেবল তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সম্ভব। দলীয় সরকারের অধীনে নয়।

Md. Jahirul Islam
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ২:১০ পূর্বাহ্ন

এই নাটক নির্বাচন পর্যন্তই কি দেখতে হবে...কাজের ... মর্জিনাদের এই তৎপরতা নির্বাচন বইতরনী উৎরিয়ে দেয়ার বেশী কিছু কি?

kiron
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১২:১৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দিলেন উজরা জেয়া!মাননীয় উজরা জেয়া আপনাকে ধন্যবাদ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে তত্ত্বাবধায়ক সরকার এবং জাতিসংঘের শান্তিবাহিনী লাগবে সহযোগিতা এবং আদেশের জন্য।বাংলাদেশের যে সমস্ত প্রশাসন এবং বাহিনী আছে তাদের কোন নৈতিকতা নাই।

জিয়া
২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১১:১৮ অপরাহ্ন

আমেরিকা মনে হয় পিকে হালদারদের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছে-- এইসব সুষ্ঠু নির্বাচন শুধু কথা বলার জন্য বলা - এছাড়া কিছু না!!

এমরান
২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১১:০৬ অপরাহ্ন

এতো আলোচনা দাবী দাওয়ার পরও অবাদ সুষ্ঠ ও অংশীদারিত্বের নির্বাচনের লক্ষন সুস্পষ্ঠ নয় কেন !

মোহাম্মদ হারুন আল রশ
২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১০:৩৯ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status