বিশ্বজমিন
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দিলেন উজরা জেয়া
মানবজমিন ডেস্ক
(২ মাস আগে) ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক ফাঁকে তাদের এই সাক্ষাৎ হয়। এ নিয়ে উজরা জেয়া নিজেই এক্সে (সাবেক টুইটার) সচিত্র একটি পোস্ট দিয়েছেন।
এতে তিনি লিখেছেন, রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ, কানাডা, গাম্বিয়া, মালয়েশিয়া, তুরস্ক, বৃটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের একটি সাইড ইভেন্টের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবারও যুক্ত হতে পেরে সম্মানীত বোধ করছি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, অংশীদারিত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি এবং ৯ লাখ ৬০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে উদারতার সঙ্গে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছি।
উল্লেখ্য, গত ১১ই জুলাই তিনি বাংলাদেশ সফরে আসেন। এ সফরে সরকারের বিভিন্ন মহলের সঙ্গে তিনি আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন। জোর দেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর।
পাঠকের মতামত
কি কথা হয়েছে চেহেরাই বলে দেয়।
অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন কেবল তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সম্ভব।
অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন কেবল তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সম্ভব। দলীয় সরকারের অধীনে নয়।
এই নাটক নির্বাচন পর্যন্তই কি দেখতে হবে...কাজের ... মর্জিনাদের এই তৎপরতা নির্বাচন বইতরনী উৎরিয়ে দেয়ার বেশী কিছু কি?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দিলেন উজরা জেয়া!মাননীয় উজরা জেয়া আপনাকে ধন্যবাদ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে তত্ত্বাবধায়ক সরকার এবং জাতিসংঘের শান্তিবাহিনী লাগবে সহযোগিতা এবং আদেশের জন্য।বাংলাদেশের যে সমস্ত প্রশাসন এবং বাহিনী আছে তাদের কোন নৈতিকতা নাই।
আমেরিকা মনে হয় পিকে হালদারদের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছে-- এইসব সুষ্ঠু নির্বাচন শুধু কথা বলার জন্য বলা - এছাড়া কিছু না!!
এতো আলোচনা দাবী দাওয়ার পরও অবাদ সুষ্ঠ ও অংশীদারিত্বের নির্বাচনের লক্ষন সুস্পষ্ঠ নয় কেন !
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা/ মার্কিন শ্রমবিষয়ক মেমোরেন্ডামের টার্গেট হতে পারে বাংলাদেশ
ভয়েস অব আমেরিকার রিপোর্ট/ বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]