রাজনীতি
বেসরকারি শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে কর আরোপের বিধান বৈষম্যমূলক: বিএনপি
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৯ অপরাহ্ন

বেসরকারি শ্রমিক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে ২৭.৫ শতাংশ কর আরোপের নতুন বিধান বৈষম্যমূলক বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন। ‘বেসরকারি শ্রমিক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের ওপর ২৭ দশমিক ৫ শতাংশ হারে কর আরোপের নতুন বিধানের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে’ এ বিবৃতি দেয়া হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, গত ২০ সেপ্টেম্বর ‘বেসরকারি প্রভিডেন্ট ফান্ডে ২৭.৫ শতাংশ কর আরোপ’ শিরোনামে প্রকাশিত, চলতি অর্থবছর থেকে বেসরকারি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে কর্মচারী কল্যাণ তহবিল থেকে অর্জিত আয়ের ওপর কর রিটার্ন দাখিল করতে হবে। শুধু তাই নয়, এই আয়ের ওপর ২৭ দশমিক ৫ শতাংশ হারে কর দিতে হবে। ২০২৩ সালের আইনে প্রভিডেন্ট ফান্ডের ওপর কর আরোপের এই বিধানটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বেসরকারি খাতের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি তহবিল ও শ্রমিকদের লভ্যাংশের তহবিলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক এবং করছাড় তুলে নেয়া হয়েছে। কিন্তু আয়কর আইনে সরকারি প্রভিডেন্ট ফান্ডগুলোকে কর অব্যাহতি দেয়া হয়েছে। কর আরোপের বিধানে বেসরকারি ও সরকারি খাতের প্রভিডেন্ট ফান্ডকে সমানভাবে বিবেচনা করা হয়নি। যা বৈষম্যমূলক।
তারা বলেন, বেসরকারি ও সরকারি প্রভিডেন্ট ফান্ডের মধ্যে কর আরোপের ক্ষেত্রে কোনো বৈষম্য রাখা ঠিক হবে না। আমরা দেখতে পাচ্ছি, জমিদারি প্রথার মত সাধারণ মানুষের উপর কর আদায় বাড়াতে কর কর্তৃপক্ষ (সরকার) মরিয়া, যা মূলত কর ফাঁকিদাতা ও অবৈধ অর্থ পাচারকারীদের ধরতে সরকারের অক্ষমতার বহিঃপ্রকাশ।
‘সরকারের ছত্রছায়ায় যখন বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠান কর ফাঁকি দিয়ে এবং অবৈধভাবে বিদেশে টাকা পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ফোঁকলা করে দিচ্ছে। দশ টাকার সরকারি কাজ একশ টাকা দিয়ে করাচ্ছে। সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনে বিদেশ ভ্রমণ করছে। ঠিক তার উল্ট পাশে বেসরকারি খাতের প্রভিডেন্ট ফান্ডের ওপর ২৭ দশমিক ৫ শতাংশ হারে কর আরোপের বিধানটি সাধারণ মানুষের প্রতি চরম অন্যায় বলে প্রতীয়মান হচ্ছে।
নেতৃবৃন্দ অবিলম্বে বেসরকারি শ্রমিক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের ওপর ২৭ দশমিক ৫ শতাংশ হারে কর আরোপের নতুন বিধান বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানান।
পাঠকের মতামত
কি অদ্ভুত আইন ...........
এই আইন অবশ্যই বাতিল করা উচিত। এবং আইনটি প্রনয়নে জড়িত কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা প্রয়োজন।
Reject This Law.
আসলেই এ পদক্ষেপ চরম বৈষম্য মূলক !! যা আমাদেরকে হতাশ ও বিস্মিত করেছে। প্রথমত এই করারোপ অত্যধিক বেশি, দ্বিতীয়তঃ শুধু বেসরকারি কর্মীদের ক্ষেত্রে এমন অন্যায্য বোঝা চাপিয়ে দেয়া হয়েছে !! অথচ সরকারি কর্মীদের এই টানতে হবে না !!!! কি অদ্ভুত ও নির্লজ্জ নিয়ম ....... এমন অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই ।।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]