ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রাজনীতি

শেখ হাসিনার মত ন্যারেটিভ তৈরি করছে অন্তর্বর্তী সরকার: রিজভী

স্টাফ রিপোর্টার

(৭ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ৪:৫৮ অপরাহ্ন

mzamin

অন্তর্বর্তীকালীন সরকারও শেখ হাসিনার মত নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সোহরাওয়ার্দী ‘মেডিকেল কলেজের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে’ এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

রুহুল কবির রিজভী বলেন, একটা দায়িত্বশীল নির্বাচিত সরকার থাকলেই তাদের জনগণের কাছে জবাবদিহি থাকে। শেখ হাসিনার সেটি ছিল না, তার উদ্দেশ্য ছিল তোরা যে যাই বলিস আমি ক্ষমতা ছাড়ছি না। যার ফলে শেখ হাসিনা একটার পর একটা ন্যারেটিভ তৈরি করতেন। কারণ তিনি আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তিনি গণতন্ত্র মানেননি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসহ কোন কিছুই তার কাছে কোনো ধর্তব্যের বিষয় ছিল না। অপপ্রচার করে নাশকতার কথা বলে, জঙ্গির কথা বলে এই কাজগুলো করেছেন শেখ হাসিনা। এখনো কিন্তু নানাভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে তাহলে তো একইভাবে শেখ হাসিনারই পুনরাবৃত্তি হচ্ছে ।

তিনি বলেন, আজকে যদি নির্বাচিত সরকার থাকতো তাহলে শাক-সবজি, মুরগির দাম যে বৃদ্ধি পেয়েছে, যার জন্য জনগণ তাদের কাছে জবাবদিহিতা চাইতো। কিন্তু এই সরকারের তো কোনো দায়বদ্ধতা নেই। তারা শুধু বলছে, আগে সংস্কার হোক তারপরে নির্বাচন। শুক্রবার রাজধানীর আদাবর এলাকায় সারারাত বিদ্যুৎ ছিল না। এজন্য আমরা কাকে বলবো? নির্বাচিত সরকার থাকলে স্থানীয় সংসদ সদস্য, মেয়র যারা থাকেন- তাদের মধ্যে একটা দায়বদ্ধতা থাকে ভবিষ্যতে ভোটের আশায় তারা ভালো কাজ করার চেষ্টা করেন। এই সরকারের তো কোন দায়বদ্ধতা নেই।

রিজভী বলেন, খুনের আসামি সাবেক রাষ্ট্রপতি উনি চলে গেলেন। আমরা নানা দিক থেকে নানা কথা শুনতে পাচ্ছি। বিএনপি কোন কথা বললেই নানা ধরনের অভিযোগ করা হয়। বিএনপি তো গণতন্ত্রের প্রশ্নে বরাবরই আপোষহীন। যার কারণে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা রাস্তায় মার খেয়েছে, গুম হয়েছে, বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে- বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫-১৬ বছর রক্ত চক্ষু উপেক্ষা করে রাজপথে তাদের মুখোমুখি দাঁড়িয়েছে লড়াই ও সংগ্রাম করেছে।
অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করছে বলেও অভিযোগ করেন রিজভী।

পাঠকের মতামত

ক্ষমতা একটা দারুন ব্যপার। বিএনপি জানে ভোট হলে তারাই ক্ষমতায় আসবে; তাই তারা ভোট ভোট করে গলা ফাটায়। জামায়াত-এনসিপি জানে তারা ভোটে তারা আসবে না, তাই তারা নেহি ভোট নেহি ভোট করে। মূলত মধুর চাকের দিকে নজর সবার।

didarul Islam
১০ মে ২০২৫, শনিবার, ৭:০৬ অপরাহ্ন

This person has gone crazy.

Nam Nai
১০ মে ২০২৫, শনিবার, ৭:০৬ অপরাহ্ন

রিজভী সাহেব আপনারা ব্যাকডেটেড, আপনাদের বয়স হয়ে গেছে, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ শাসন করতে পারবেন না, যতই মুখে বলুন ক্ষমতায় গেলে হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, কিছুই করবেন না! যেটা করবেন সেটা হলো টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি আর দুর্নীতিতে বিশ্বজয়!

Rajib
১০ মে ২০২৫, শনিবার, ৬:৪০ অপরাহ্ন

এই বেলা ভাউ, ভোট চেয়ে নাও, কাল নিশিথের ভরসা কই? চাঁন্দা তুলিছি দুইহাত ভরি, টেন্ডারের আশায় জাগিয়া রই।

নির্বাচন দেন একবেলা
১০ মে ২০২৫, শনিবার, ৬:০৭ অপরাহ্ন

বিদ্যুত দেয়া কি এমপি বা কমিশনারদের কাজ। বিদ্যুৎ বিভাগ, পিডিবি, ডিপিডিসি, ডেসকো তাহলে এদের কাজ কি? রিজভী সাহেব তো প্রাগৈতিহাসিক কালের রাজনীতির কথা বলছেন। বিএনপি তে এ যুগের সঙ্গে চলন সই নেতা নির্বাচন করা জরুরী।

Mistafizur Rahman
১০ মে ২০২৫, শনিবার, ৫:৩১ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status