খেলা
জার্মানির নতুন কোচ নাগেলসম্যান!
স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
টানা ব্যর্থতায় জার্মানি জাতীয় দলের প্রধান কোচের চাকরি হারান হ্যান্সি ফ্লিক। ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, জার্মানদের ডাগআউট সামলানোর দায়িত্ব পাচ্ছেন বায়ার্ন মিউনিখের সাবেক কোচ জুলিয়ান নাগেলসম্যান।
২০২১ সালে বায়ার্ন মিউনিখের কোচ হন জুলিয়ান নাগেলসম্যান। জার্মান কোচের অধীনে ২ বছর ধারাবাহিক ছন্দে ছিল বাভারিয়ানরা। তবে গত জুলাইয়ে নাগেলসম্যানকে ছাঁটাই করে বায়ার্ন। গণমাধ্যমগুলোর খবর, জার্নালিস্ট প্রেমিকার কারণেই বরখাস্ত হন তিনি। নাগেলসম্যানের প্রেমিকা নাকি বায়ার্নের ভেতরের খবর ফাঁস করে দিচ্ছিলেন। মিউনিখের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর চাকরিহীন অবস্থায় ছিলেন নাগেলসম্যান।
হ্যান্সি ফ্লিকের চাকরি হারানোর পর জার্মানির অন্তর্বর্তীকালীন কোচ হন দেশটির সাবেক ফুটবলার রুডি ভলার। এবার পূর্ণমেয়াদে নাগেলসম্যানকে নিয়োগ দিচ্ছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। এরইমধ্যে জার্মানির পক্ষ থেকে নাগেলসম্যানকে প্রস্তাব দেয়া হয়েছে। দুই পক্ষ নাকি সমঝোতাতেও পৌঁছে গিয়েছে।
এর আগে জার্মান দৈনিক কিকার জানিয়েছিল, বেতন নিয়ে বনিবনা হচ্ছে না জুলিয়ান নাগেলসম্যান এবং জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের। গণমাধ্যমটি জানিয়েছিল, নাগেলসম্যানকে বছরে ৪০ লাখ ইউরোর প্রস্তাব দিয়েছিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। কিন্তু নাগেলসম্যানের চাওয়া বছরে ৭০ মিলিয়ন ইউরো।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]