বাংলারজমিন
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের ভাঙচুর
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারসিলেটের এমসি কলেজের আবাসিক হোস্টেলে ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হলের শিক্ষার্থীরা। এনিয়ে হলে উত্তেজনা বিরাজ করছে। গতকাল মঙ্গলবার দুপুরে হোস্টেলের শহীদ শ্রীকান্ত ব্লকে এ ঘটনা ঘটে। হলের শিক্ষার্থীরা জানিয়েছে- এমসি কলেজের হোস্টেলে গত সোমবার রাতে হোস্টেলে কয়েকজন ছাত্রের সঙ্গে কয়েকজন বহিরাগতের কথা কাটাকাটি হয়। এ সময় রাসেল নামের বহিরাগত একজন ছুরি বের করে ছাত্রদের আঘাত করার চেষ্টা করলে ছাত্ররা তাকে ধরে মারধর করেন। এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী এক নেতার নেতৃত্বে ১০/১৫ জন বহিরাগত হোস্টেলের শহীদ শ্রীকান্ত ব্লকে ভাঙচুর চালায়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এমসি কলেজের প্রিন্সিপাল আবুল আনাম মো. রিয়াজ ও হোস্টেল সুপার জীবনকৃষ্ণ আচার্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন এবং বহিরাগতদের বের করে দেন। কলেজ প্রিন্সিপাল আবুল আনাম মো. রিয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন, রাতে এনিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল একজনের। এর জের ধরে উত্তেজনা হয়েছিল। পরে সেটা আমরা মিটমাট করে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।