বাংলারজমিন
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আর নেই
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম আর নেই। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও পরবর্তীতে হার্ট অ্যাটাকজনিত কারণে বাংলাদেশ স্পেসালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মঙ্গলবার দুপুর ২টায় মাইজপাড়া এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মিজানুর রহমান নিজামের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীগর, মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি এম. নাসের রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ুন, আশিক মোশারফ, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, এমএ মুকিত, মো. হেলু মিয়া, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান), প্রথম যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, মতিন বকশ, মুজিবুর রহমান মজনু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এম মোক্তাদির রাজু, জেলা বিএনপি’র অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবী, শিক্ষানুরাগীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]