বাংলারজমিন
কটিয়াদীতে ভিজিএফের চাল আত্মসাৎ মামলা
ইউপি চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর বরাদ্দকৃত ২ হাজার ৩৫০ কেজি ওজনের ৪৭ বস্তা ভিজিএফের চাল প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার অপরাধে দুদকের দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান মাফুজসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী গত সোমবার কিশোরগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত অন্য ৭ জন হলো- চান্দপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. মসিউল আলম, তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. শফিউল আলম ভূঞা, চান্দপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মো. মজিবুর রহমান, স্থানীয় বিদ্যুৎ মিয়া ও মো. শরীফ মিয়া এবং ঘটনাস্থল থেকে আটক হওয়া ২ জন ভিজিএফের চাল বহনকারী ট্রাক্টর লরির চালক রহমান মিয়া ওরফে আব্দুর রহমান ও হেলপার মো. সজীব।
জানা গেছে, ২০২২ সালের ৮ই জুলাই ভোররাত ৪টার দিকে কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পশ্চিম চাতলডাঙ্গী ব্রিজ এলাকা থেকে থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম ট্রাক্টর লরি আটকে ৪৭ বস্তা সরকারি ভিজিএফের চাল ও ১২টি খালি চটের বস্তাসহ আব্দুর রহমান ও মো. সজীবকে আটক করেন। এ সময় শরিফ মিয়া নামে একজন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম কটিয়াদী মডেল থানায় জিডি করেন। পরবর্তীতে দুদক কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বাদী হয়ে গত বছরের ২৪শে জুলাই দুদক কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে মামলা করেন। চালসহ আটকের পর ৫৪ ধারায় গ্রেপ্তারকৃত আব্দুর রহমান ও মো. সজীবকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। পরে তাদের এ মামলায় গ্রেপ্তার ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তারা দু’জনেই উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী তদন্ত শেষে গত সোমবার কিশোরগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে চান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান মাফুজ, ইউপি সচিব মো. মসিউল আলম, কটিয়াদী উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. শফিউল আলম ভূঞা এবং চান্দপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার মো. মজিবুর রহমানসহ ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
চার্জশিটভুক্তদের মধ্যে ইউপি চেয়ারম্যান মাফুজুর রহমান চান্দপুর পূর্বপাড়ার নূর উদ্দিন মিয়ার ছেলে, ইউপি সচিব মো. মসিউল আলম কটিয়াদী পৌরসভার দক্ষিণ বাগরাইটের মৃত ইদ্রিস আলীর ছেলে, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. শফিউল আলম ভূঞা চান্দপুর ইউনিয়ন পরিষদের তদারককারী কর্মকর্তা, চান্দপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মো. মজিবুর রহমান পূর্ব মণ্ডলভোগ গ্রামের মো. সিদ্দিক হোসেন ভূঞার ছেলে, বিদ্যুৎ মিয়া ভরাটিয়া গ্রামের ধনু ভূঁইয়ার ছেলে, মো. শরীফ মিয়া চান্দপুর পূর্বপাড়ার মৃত শাহেদ মিয়া ওরফে মো. আ. শহিদ মিয়ার ছেলে, রহমান মিয়া ওরফে আব্দুর রহমান চান্দপুর বড়পাড়ার মো. রমজান মিয়ার ছেলে এবং মো. সজীব চান্দপুর মদিনাছপাড়ার মো. চাঁন মিয়ার ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী আদালতে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]