বিশ্বজমিন
রাসেল ব্রান্ডের বিরুদ্ধে যৌন নির্যাতনের রিপোর্ট পুলিশের হাতে
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

আলোচিত কমেডিয়ান, অভিনেতা রাসেল ব্রান্ডের বিরুদ্ধে যৌন নির্যাতন বিষয়ক রিপোর্ট গেছে মেট্রোপলিটন পুলিশের হাতে। তারা রাসেল ব্রান্ডের নাম উল্লেখ না করে বলেছে, অভিযোগকারী নারীর সঙ্গে তারা যোগাযোগ করেছে এবং তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে।
গত সপ্তাহান্তে এই কমেডিয়ানের বিরুদ্ধে ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। এমন প্রেক্ষাপটে রাসেলের সব লাইভ ট্যুর স্থগিত করা হয়েছে।
গত সোমবার দ্য টাইমস, সানডে টাইমস, চ্যানেল ৪ ডিসপাচেসের তদন্তে বেরিয়ে আসে রাসেল ব্রান্ডের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতনের অভিযোগ। তার মধ্যে একজন নারী বিবিসিকে বলেছেন, রাসেল ব্রান্ডের আচরণ ছিল ওপেন সিক্রেট। রাসেলের অভিযোগ অস্বীকার করা হাস্যকর।
এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ বিবৃতিতে বলেছে, তারা মিডিয়ায় প্রচারিত অভিযোগগুলো সম্পর্কে ওয়াকিবহাল। ১৭ই সেপ্টেম্বর তারা যৌন নির্যাতনের একটি রিপোর্ট হাতে পেয়েছে। এই ঘটনাটি ঘটেছিল ২০০৩ সালে মধ্য লন্ডনের সোহো এলাকায়।