বিশ্বজমিন
রাসেল ব্রান্ডের বিরুদ্ধে যৌন নির্যাতনের রিপোর্ট পুলিশের হাতে
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

আলোচিত কমেডিয়ান, অভিনেতা রাসেল ব্রান্ডের বিরুদ্ধে যৌন নির্যাতন বিষয়ক রিপোর্ট গেছে মেট্রোপলিটন পুলিশের হাতে। তারা রাসেল ব্রান্ডের নাম উল্লেখ না করে বলেছে, অভিযোগকারী নারীর সঙ্গে তারা যোগাযোগ করেছে এবং তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে।
গত সপ্তাহান্তে এই কমেডিয়ানের বিরুদ্ধে ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। এমন প্রেক্ষাপটে রাসেলের সব লাইভ ট্যুর স্থগিত করা হয়েছে।
গত সোমবার দ্য টাইমস, সানডে টাইমস, চ্যানেল ৪ ডিসপাচেসের তদন্তে বেরিয়ে আসে রাসেল ব্রান্ডের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতনের অভিযোগ। তার মধ্যে একজন নারী বিবিসিকে বলেছেন, রাসেল ব্রান্ডের আচরণ ছিল ওপেন সিক্রেট। রাসেলের অভিযোগ অস্বীকার করা হাস্যকর।
এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ বিবৃতিতে বলেছে, তারা মিডিয়ায় প্রচারিত অভিযোগগুলো সম্পর্কে ওয়াকিবহাল। ১৭ই সেপ্টেম্বর তারা যৌন নির্যাতনের একটি রিপোর্ট হাতে পেয়েছে। এই ঘটনাটি ঘটেছিল ২০০৩ সালে মধ্য লন্ডনের সোহো এলাকায়।
।মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
পিটার হাসের নিরাপত্তা উদ্বেগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়/ কূটনীতিকদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আরো নিষেধাজ্ঞা
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ১৫ এমপির চিঠি/ বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার/ আমরা চাই বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]