বিশ্বজমিন
মালয়েশিয়ায় স্বদেশি হত্যায় অভিযুক্ত এক বাংলাদেশি
মানবজমিন ডেস্ক
(১১ মাস আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন
দু’সপ্তাহ আগে স্বদেশি একজনকে হত্যার দায়ে অভিযোগ গঠন করা হয়েছে বাংলাদেশি মোহাম্মদ মুকুল হোসেনের (৩৪) বিরুদ্ধে। মালয়েশিয়ায় ম্যাজিস্ট্রেট কোর্টে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ পড়ে শোনানো হয় তাকে। কিন্তু তা মালয় ভাষায় লেখায় মুকুল বুঝতে পারেননি। কোনো স্বীকারোক্তিও রেকর্ড করা হয়নি। এ খবর দিয়েছে অনলাইন মালয় মেইল।
এতে বলা হয়, হুলু পেরাক ডিস্ট্রিক্টে লেঙগোঙ এলাকায় জালান কুয়াক পেকান কুয়াকে মোহাম্মদ মনোয়ার হোসেনকে হত্যার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী ৮ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে। দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। একজন দোভাষী ব্যবহার করে পরবর্তী শুনানির জন্য ২০শে অক্টোবর তারিখ ধার্য করেছেন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজমির জামহারি।