শেষের পাতা
ভৈরবে শুরু রোডমার্চ
সিলেটে আলীয়ার মাঠে সমাবেশের প্রস্তুতি বিএনপি’র
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারসিলেটে ফের চাঙ্গা বিএনপি’র নেতাকর্মীরা। রোডমার্চ আগামী বৃহস্পতিবার আসবে সিলেটে। শুরু হবে ভৈরব থেকে। কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ওখান থেকেই গাড়ি নিয়ে রোডমার্চ শুরু হবে। বিএনপি’র নেতারা জানান, সরকার পতনের এক দফা দাবির এই রোডমার্চটি আগে ছিল তারুণ্যের রোডমার্চ। এখন সেটি বিএনপি’র রোডমার্চ হবে। আর এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।
বিশেষ নজর থাকছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের। ইতিমধ্যে তিন সংগঠনের নেতারা সিলেটে আসতে শুরু করেছেন। গতকাল এ নিয়ে নগরের সোলেমান হলে প্রস্তুতি সভা করেছে সিলেট নগর বিএনপি। সন্ধ্যায় কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৈঠক করেছে স্বেচ্ছাসেবক দল। আজ জেলা বিএনপি’র পক্ষ থেকে প্রথম সভার আহ্বান করা হয়েছে। নেতাকর্মীরা জানান, সিলেটে বিএনপি’র বিভাগীয় সমাবেশের পর থেকে আন্দোলন কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি বেড়েছে। বিশেষ করে ঝিমিয়ে পড়া নেতারা সক্রিয় হয়েছেন। তারুণ্যের রোডমার্চের রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল আগেই। এ কারণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রস্তুতি চলছে ক’দিন ধরে। তিন সংগঠনের নেতারা বিএনপি’র নেতাদের সঙ্গে পরামর্শ করে নগরের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে আগামী বৃহস্পতিবার সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন। গতকাল কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করার পর সিলেট বিএনপি’র নেতাকর্মীরা এ কর্মসূচিতে পুরোপুরি সম্পৃক্ত হয়েছেন।
সিলেট বিএনপি’র নেতারা জানান, ঘোষণা অনুযায়ী আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করতে চায় সিলেট বিএনপি। এজন্য সমাবেশের প্রস্তুতি চলছে। আজ বিএনপি’র শীর্ষ নেতারা এ নিয়ে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী গতকাল বিকালে মানবজমিনকে জানান, আমরা আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করতে চাই। গোটা বিভাগ থেকে যেহেতু নেতাকর্মীরা রোডমার্চের বহরে সিলেটে আসবেন, এ কারণে আমরা আলীয়া মাদ্রাসার মাঠকেই পছন্দ করেছি। এখন বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ভেন্যু হিসেবে আলীয়া মাদ্রাসা মাঠ সবার কাছে গ্রহণযোগ্য ও পরিচিত।
বিএনপি’র নেতারা জানান, সিলেটের রোডমার্চ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। তারা বৃহস্পতিবার সকালে ভৈরব থেকে রোডমার্চের উদ্বোধন করবেন। একই সঙ্গে রোডমার্চে নেতৃত্ব দিয়ে তারা সিলেট পৌঁছাবেন। প্রথমে ভৈরব পথসভার মাধ্যমে রোডমার্চ শুরু করার পর ব্রাহ্মণবাড়িয়া সদরে আরেকটি পথসভা করবে। ওই পথসভা শেষে ব্রাহ্মণবাড়িয়া বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে হবিগঞ্জ আসবে বহরটি। হবিগঞ্জ এলাকায় আরেকটি পথসভা হবে। এরপর নেতাকর্মীদের নিয়ে বহরটি আসবে মৌলভীবাজারের শেরপুরে। সেখানে মৌলভীবাজার বিএনপি’র উদ্যোগে পথসভার আয়োজন করা হয়েছে। এ পথসভা শেষ করে বহরটি ঢুকবে সিলেটে। সিলেট বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী সিলেট থেকে শেরপুরে গিয়ে বহরের নেতাকর্মীদের রিসিভ করে সিলেটের পথে রওয়ানা দেবেন। বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে এসে ঢুকবে রোডমার্চের বহর। পরে সিলেট বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত হবে সমাবেশ। এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করবেন। এবারের রোডমার্চকে ঘিরে বেশি সক্রিয় বিএনপি’র ঝিমিয়ে পড়া নেতারা। এর কারণ হচ্ছে; সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী পদোন্নিত পেয়ে চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছেন। এবারের কর্মসূচিতে তাকে বেশি সক্রিয় দেখা যাচ্ছে। তার বলয়ের নেতারাও রোডমার্চকে ঘিরে চাঙ্গা রয়েছেন।
গতকাল বিকালে মেয়র আরিফুল হক চৌধুরী মানবজমিনকে জানান- বিএনপি’র সব কর্মসূচিতে আমার সক্রিয় অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবারের কর্মসূচি কম সময়ের মধ্যে আয়োজন করতে হচ্ছে। আমরা আজ সবার সঙ্গে আলোচনা করে রোডমার্চ ও সমাবেশ সফল করতে কাজ শুরু করবো। তিনি বলেন, সিলেট বিএনপি সবসময় শক্তিশালী ইউনিট। এখানে সাধারণ মানুষও আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে। আশা করছি সিলেটে একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সিলেট বিভাগের নেতাকর্মীরা এসে যোগ দেবেন। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ খান জামাল জানান, তার সংগঠনের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি সাংগঠনিক টিম গতকাল বিকালে সিলেট এসে পৌঁছেন। এরপর রোডমার্চ ও সমাবেশ সফল করতে তারা বৈঠক করছেন। এবারের কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ জানান, গত ক’দিন ধরে আমাদের প্রস্তুতি চলছে। সিলেট বিভাগের যুবদল নেতারা ছাড়াও কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীরা এ কর্মসূচিতে আসবেন। কর্মসূচি সফল করতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করা হয়েছে। সিলেট জেলার ১৮ ইউনিট থেকে নেতাকর্মীরা এসে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।