শেষের পাতা
পক্ষপাতদুষ্ট বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না
স্টাফ রিপোর্টার
৯ জুলাই ২০২৫, বুধবার
বাংলাদেশে বিগত তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনকে যেসব বিদেশি পর্যবেক্ষক সুষ্ঠু বলে সার্টিফিকেট দিয়েছিল, আগামীতে তাদের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গতকাল নির্বাচন ভবনে বাংলাদেশে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সিইসি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে পর্যবেক্ষক হিসেবে কাজ করার জন্য আমরা জিজ্ঞেস করেছি। তাদের বলা হয়েছে, আগেই যেন জানিয়ে দেয়। তাদের ২৮টি দেশের পর্যবেক্ষককে সমন্বয় করে পাঠাতে হবে, এজন্য আগেভাগে স্বাগত জানিয়েছি। পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের অনুমোদন দেয়া হবে না জানিয়ে সিইসি বলেন, গত তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে তাদেরকে (অনুমোদন) দেবো কেন? যেসব পর্যবেক্ষক গত তিনটি নির্বাচন খুব সুন্দর হয়েছে সার্টিফিকেট দিয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলেছে, তাদেরকে কী আমাদের নেয়া উচিত? আমরা দেখে শুনেই নেবো। যারা অভিজ্ঞ, ডিফেন্ডেবল, রিলায়েবল এবং বিভিন্ন দেশে নির্বাচন অবজারভ করেছে তাদের নেবো। তিনটা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে তাদের কোনো মতেই না।
বৈঠকের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচনে আমরা ঠিকঠাকভাবে করতে পারবো কিনা-সে বিষয়গুলো জানতে চেয়েছেন কানাডিয়ান হাইকমিশনার। আমরাও, আমাদের প্রস্তুতির বিষয়টা তাদের বিস্তারিত জানিয়েছি, বিশেষ করে দেশ জুড়ে ভোটার সচেতনতামূলক (ভোটার এডুকেশন) কার্যক্রম শুরু করবো। এ আই অপব্যবহার রোধে কাজ করার কথাও তাদেরকে জানানো হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, মিস ইউজ অব এআই-আমাদের জন্য হুমকি। এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কানাডা। কারণ, কানাডার গত বছরের নির্বাচনেও এটা মোকাবিলা করতে হয়েছে। তাদের অভিজ্ঞতা থেকে আমরা পরামর্শ চেয়েছি। এ বিষয়ে আমরাও বেশ গুরুত্ব দিয়ে কাজ করছি। আশা করি, বিভিন্ন দেশের মতো কানাডার পূর্ণ সহায়তা পাবো।
এদিকে এদিন বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘রিপোর্টার্স ফোরাম ফর ডেমোক্রেসি’ (আরএফডি) আয়োজিত ফল উৎসব ও সাংবাদিক অ্যাক্সেস কার্ড প্রদান অনুষ্ঠানে সিইসি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ভোটের দুই মাস আগে একদম পুরা ডিটেইলস জানিয়ে দেব কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে। সুতরাং একটু ধৈর্য ধরেন। যথাসময়ে আপনারা জানতে পারবেন আমাদের প্রস্তুতির বিষয়ে। তিনি আরও বলেন, ২০১৮ সালের মতো অভিযোগ আর যেন না ওঠে। প্রশাসন, পুলিশ, প্রিজাইডিং অফিসার, সব কর্মকর্তাদের বলবো এটা ভাবমূর্তি পুনরুদ্ধারের সময়। প্রমাণ করুন আমরা পারি। যেমন ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে পেরেছিলাম, এবারো পারবো। আমাদের এই যে প্রশাসনের ইমেজ ক্ষুণ্ন হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি অ্যাফেক্টেড হয়েছে। পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি অ্যাফেক্টেড হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি অ্যাফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এটাই হচ্ছে সুযোগ।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটা থেকে আপনারা উঠে আসুন। আমরা প্রমাণ করতে চাই যে, আমরা পারি, সরকারি কর্মচারীরা পারে, আইনশৃঙ্খলা বাহিনী পারে যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হয়। মানুষ ১৫ বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই করেছে মন্তব্য করে নাসির উদ্দিন বলেন, এখন সময় এসেছে দায়িত্ব পালনের। এখন আমাদের বার্তা হবে ভোট দিন, নাগরিক দায়িত্ব পালন করুন।