ঢাকা, ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রামগঞ্জে ৬ হাজার মুরগি মেরে পোল্ট্রি খামারের খাদ্য লুটপাট

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার

লক্ষ্মীপুরের রামগঞ্জে রাতের আঁধারে দেলোয়ার হোসেন নামের এক পোল্ট্রি খামারির ৬ হাজার সোনালী জাতের মুরগি মেরে রাস্তার পাশে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা খামারে থাকা বিপুল পরিমাণ খাদ্যের পাত্র ও ৫০ বস্তা খাদ্য লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাসিমপুর গ্রামের মাইজ উদ্দিন মুন্সী বাড়ির সামনে দেলোয়ারের পোল্ট্রি খামারে। খামারি দেলোয়ার একই গ্রামের বদর উদ্দিন পাটোয়ারী বাড়ির ওবায়েদুল্লা পাটোয়ারীর ছেলে। সৃষ্ট ঘটনায় খামারি দেলোয়ার হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, খামারি দেলোয়ার হোসেন দীর্ঘ ৭ বছর পূর্বে ১ লাখ টাকা পুঁজি নিয়ে পোল্ট্রি ব্যবসা শুরু করেন। এরপর থেকে তিল তিল করে একটি বড় খামার গড়ে তোলেন। কিন্তু হঠাৎ গত রোববার গভীর রাতে দুর্বৃত্তরা মোরগগুলো মেরে মাইজ উদ্দিন মুন্সী বাড়ির রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় এবং খামারে থাকা পোল্ট্রি খাদ্য ও খাদ্যের পাত্রসহ প্রয়োজনীয় মালামাল নিয়ে যায়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মোরগগুলো বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় মারা যাওয়ায় রাস্তার পাশেই ফেলে রেখে গেছে। এ ব্যাপারে খামারি দেলোয়ার হোসেন জানান, আমার জানা মতে কখনো কারও কোনো ক্ষতি করিনি। কেন আমার সঙ্গে এমন হলো।

বিজ্ঞাপন
আমার মোরগগুলো মেরে আমাকে নিঃস্ব করে দিলো। এই খামারই আমার জীবিকার একমাত্র অবলম্বন ছিল। এজন্য এদের শনাক্ত করতে স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক জানান, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status