বাংলারজমিন
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ২ জনের আমৃত্যু ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি হত্যা মামলার রায়ে আদালত ২ আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই মামলায় আরও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আমৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলো- ফতুল্লার দক্ষিণ শিয়ারচর এলাকার ইদ্রিস চকিদারের স্ত্রী সালেহা বেগম ও কোতয়ালের বাগ এলাকার বিল্লাল মুন্সীর ছেলে মনির হোসেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো- ফতুল্লার কোতয়ালের বাগ এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. কাজল মিয়া, লাল খাঁ এলাকার মৃত আবেদ আলীর ছেলে মো. জুয়েল, কোতয়ালের বাগ এলাকার মো. আব্দুল ছালামের ছেলে নুরুল ইসলাম, বরগুনা জেলার আব্দুল ছালামের ছেলে মাজেদুল ইসলাম মঞ্জু ও যশোর জেলার মৃত আবুল কাশেমের ছেলে লিটন। তাদের মধ্যে আদালতে সালেহা বেগম ছাড়া সবাই অনুপস্থিত ছিল। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট শিপ্রা মোদক বলেন, ২০১১ সালের ২১শে এপ্রিল রাতে ফতুল্লার শিয়াচর এলাকার আনিছ মিয়ার ভাড়াটিয়া কবির হোসেন (৩৫) বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন সকালে বাসার পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্ত্রী তাসলিমা আক্তার ২২শে এপ্রিল বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। আদালত সেই মামলার দীর্ঘ বিচার কার্যক্রম শেষে ৩ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন।