ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

অষ্টগ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারmzamin

অষ্টগ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাহিদ আহসান রাসেল এমপি। এর আগে গতকাল কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা, মিটামইন উপজেলা সফরকালে অষ্টগ্রামে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কমিউনিটি অডিটোরিয়ামে সুধী সমাবেশের আয়োজনে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ফজলুল হক হায়দারী বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার হারুন অর-রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক নাজিমসহ উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মী। অষ্টগ্রামে এই প্রথম যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আগমনে জাতীয় যুব সমাজের ও ক্রীড়া সংগঠনের বিভিন্ন প্রকার দাবি জানান। এ সময় প্রধান অতিথি বলেন, অষ্টগ্রাম-ইটনা-মিটামইন এই ৩ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাওরের যুব সমাজের  উন্নয়নের লক্ষ্যে শেখ রাসেল নামের ৩টি মিনি স্টেডিয়াম বাস্তবায়নের অনুমোদন করেন। তার প্রতিফলন হিসেবে মাননীয় প্রতিমন্ত্রী গতকাল অষ্টগ্রাম স্টেডিয়ামের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আগামী নির্বাচনের অগ্রিম বার্তায় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো প্রকার গুজবে কান দেয়া যাবে না। যারা লেখাপড়া ও খেলাধুলা করছেন তাদেরকে প্রতিবছর উপবৃত্তি প্রদান করা হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status