ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সিলেটে চোরাই ওষুধের চালানসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার

ভারত থেকে চোরাই পথে আসা অবৈধ ওষুধ সামগ্রীর বড় চালান জব্দ ও জড়িত সিলেটের দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে পুলিশ উপজেলা সদরের চাঙ্গগীল ব্রিজ সংলগ্ন সিলেট-তামাবিল সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। জৈন্তাপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর শাহীদ মিয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় চাঙ্গগীল এলাকায় ব্যাটারিচালিত টমটম গাড়ি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মূল্যবান ওষুধসামগ্রী জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার চন্দ গ্রামের বাসিন্দা জমরোদ মিয়ার ছেলে ফয়জুল করিম মিন্টু এবং জৈন্তাপুর আসামপাড়া আদর্শ গ্রামের সবুজ মিয়ার ছেলে সোহেল আহমদ। এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম (পিপিএম) বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানে বেশকিছু ভারতীয় অবৈধ ওষুধসহ ২ জনকে আটক করা হয়েছে। তিনি জানান, জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় চোরাচালানসহ ভারতীয় অবৈধ পণ্য ব্যবসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবৈধভাবে ভারতীয় ব্যবসার সঙ্গে জড়িত চোরাকারবারিদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status