খেলা
নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক লিটন, ফিরলেন তামিম, রিয়াদ ও সৌম্য
স্পোর্টস রিপোর্টার
(১ বছর আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:১৮ অপরাহ্ন

সাকিব আল হাসান এশিয়া কাপের মধ্যেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত সেটাই হলো। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিবসহ একাধিক ক্রিকেটারকে। এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামকে।
চোট কাটিয়ে এই সিরিজ দিয়ে দলে ফিরছেন ওপেনার তামিম ইকবাল। এছাড়া টানা ৪ সিরিজ ও এশিয়া কাপের পর দলে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ। লম্বা বিরতির পর দলে ফেরানো হয়েছে সৌম্য সরকারকেও। এশিয়া কাপে বাজে পারফর্ম করা আফিফ হোসাইন, নাঈম শেখ ও শামিম পাটোয়ারি বাদ পড়েছেন। তবে এক ম্যাচ খেলা এনামুল হক বিজয় রয়েছেন দলে। উইকেটরক্ষক ব্যাটার জাকির হোসেনকে ডাকা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে।
প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ।