খেলা
ফাইনালে থিকসানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবারএশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেছেন বোলিং আক্রমণের একাধিক নিয়মিত সদস্য। ভাঙাচোড়া দল নিয়েই ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। তবে ভারতের বিপক্ষে আজ শিরোপা লড়াইয়ে নামার আগে দুঃসংবাদ পেয়েছে দলটি। চোটের কারণে প্রেমদাসা স্টেডিয়ামে আজ স্পিনার মহেশ থিকসানাকে পাচ্ছে না স্বাগতিকরা। এক বিবৃতিতে তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। গত বুধবার সুপার ফোরের ‘অঘোষিত সেমিফাইনালে’ পাকিস্তানের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। যে ম্যাচে দারুণ রোমাঞ্চকর লড়াইয়ে শেষ বলে জয় নিশ্চিত করে লঙ্কানরা। ওই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পান থিকসানা। এমনকি তাকে দুইজনের সাহায্য নিয়ে মাঠ ছাড়তে হয়।
এরপর স্ক্যান করানো থিকসানার আঘাতপ্রাপ্ত জায়গা। স্ক্যানের রিপোর্ট দেখে বোঝা যায়, শঙ্কাই সত্যি হয়েছে। থিকসানার হ্যামস্ট্রিংয়ে চোটের মাত্রা গ্রেড-২ পর্যায়ের। ফলে ফাইনালে আজ খেলা হচ্ছে না তার। এক বিবৃতিতে এলএলসি জানায়, ‘স্ক্যানের মাধ্যমে মহেশ থিকসানার পেশিতে আঘাতের বিষয়টি নিশ্চিত হয়। পুনর্বাসনপ্রক্রিয়া সম্পন্ন করতে থিকসানা হাই পারফরম্যান্স সেন্টারে ফিরে আসবেন।’ এবারের এশিয়া কাপে লঙ্কানদের অন্যতম সেরা বোলার থিকসানা। আসরে ৫ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার এই রহস্য স্পিনারের। ৩১ উইকেটে এ বছর ওয়ানডেতে শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। তবে আপাতত হাঁটতে পারলেও সামনে বিশ্বকাপ থাকায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না বলে জানান থিকসানার চোট নিয়েএসএলসির চিকিৎসা কমিটির প্রধান অধ্যাপক অর্জুনা ডি সিলভা।