খেলা
‘বিশ্বকাপ স্কোয়াডে থাকার দাবিদার হয়ে গেলো তানজিম’
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১২:০০ অপরাহ্ন

সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হলো তানজিম হাসান সাকিবের। নিজের ৫০ ওভারের প্রথম ম্যাচেই বাজিমাত করলেন এই পেসার। নৈপুণ্য দেখিয়েছেন ব্যাটিংয়েও। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভাষ্য, ছন্দময় পারফরম্যান্সে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে থাকার দাবিদার হয়ে গেলো তানজিম।
সুপার ফোরে টানা দুই হারে আগেই এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল তাই নিয়মরক্ষার। এই ম্যাচে ভারতকে হারিয়ে শেষটা রাঙালো টাইগাররা। আর সুযোগ পেয়েই নৈপুণ্য দেখালেন তানজিম হাসান সাকিব। ৭.৫ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩২ রানের খরচায় ২ উইকেট নেন ২০ বছর বয়সী এই পেসার। তানজিমের দু’টি উইকেটই ছিল গুরুত্বপূর্ণ- প্রথমে ওপেনার রোহিত শর্মা, পরে ওয়ানডাউন ব্যাটার তিলক ভার্মা। ম্যাচ শেষে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘এটা বলতে পারি, এই ম্যাচ দিয়ে সে বিশ্বকাপ দলে থাকার দাবিদার হয়ে গেলো।’
আফগানিস্তান সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েন ইবাদত হোসেন।
হাথুরুসিংহে বলেন, ‘আমার বিশ্বাস, আমরা যদি বিশ্বকাপে তার ওপর আস্থা রাখি বা দল নির্বাচনের সময় তার কথা ভাবি, সেটা ভুল হবে না। ও দেখিয়েছে ও কী করতে পারে। সুযোগ কাজে লাগাতে মুখিয়ে থাকবে সে। এছাড়া সে ভালো ব্যাটিংও করতে পারে।’ ভারতের বিপক্ষে দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৮ বলে ১টি করে চার-ছক্কায় ১৪ রান করেন তানজিম হাসান সাকিব।