খেলা
বোলিং আর ফিল্ডিংকে দায়ী করলেন বাবর
স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবারবৃষ্টির বাধা উপেক্ষা করে প্রতি পরতে পরতে উত্তেজনা ছড়িয়েছে শ্রীলঙ্কা-পাকিস্তান ‘অলিখিত সেমিফাইনাল’। কখনো শ্রীলঙ্কার দিকে, কখনো পাকিস্তানের দিকে ম্যাচ হেলে পড়ছিল। চোট জর্জরিত দল নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মরিয়া লড়াই করেছিল পাকিস্তান। একসময় প্রায় হাতের বাইরে চলে যাওয়া ম্যাচ শেষ ওভারের শেষ বল অবধি টেনে নিয়ে গিয়েছিলেন বাবর আজমরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২ উইকেটের হার নিয়ে তার দল ছিটকে গেছে এশিয়া কাপ থেকে। রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের কৃতিত্ব বাবর আজম দিয়েছেন শ্রীলঙ্কাকেই। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘দিনশেষে আমরা আমাদের সেরা বোলারদের বোলিং করানোর সিদ্ধান্ত নিয়েছি। একারণে শাহিনকে শেষের থেকে দ্বিতীয় ওভারে খেলানোর চিন্তা করেছি। আর শেষ ওভারের জন্য জামান খানের ওপর ভরসা করেছি। শ্রীলঙ্কা সত্যিই ভালো খেলেছে। আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেই জিতেছে।’ সতীর্থদের বোলিং ও ফিল্ডিং নিয়ে আক্ষেপ ঝরেছে বাবরের কণ্ঠে, ‘আমাদের বোলিং ও ফিল্ডিং ভালো হয়নি। মিডল ওভারে ভালো খেলেই জিতেছে। সেই জুটিটাই (সাদিরা সামারাবিক্রমা-কুশল মেন্ডিসের জুটি) আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। আমাদের শুরুটা ভালো হচ্ছে, শেষটাও ভালো করছি তবে মিডল ওভারে উইকেট নিতে পারছি না।’