খেলা
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৮ অপরাহ্ন

সুপার ফোরের শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠলো শ্রীলঙ্কা। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের দেয়া ২৫৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শেষ বলে জয় নিশ্চিত করে লঙ্কানরা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে নামিয়ে আনা হয় খেলার দৈর্ঘ্য। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৫২ রান তোলে পাকিস্তান। জবাবে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ রান করেন কুশাল মেন্ডিস। ৮৭ বলে ৮ চার ও ১ ছক্কার ৯১ রানের ইনিংসে জয়ের ভিত গড়ে দেন তিনি। ৪৭ বলে ৩ চার ও ১ ছক্কা ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়েই মাঠ ছাড়েন চারিথ আসালাঙ্কা। এছাড়া ৪৮ রান করেন সাদিরা সামারাবিক্রমা। পাথুম নিশঙ্কের সংগ্রহ ২৯ রান, ১৭ রান করেন কুশাল পেরেরা। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অংকের কোঠা। পাকিস্তানের ইফতেখার আহমেদ ৮ ওভারে ৫০ রানের খরচায় ৩ উইকেট নেন।
পাকিস্তানের ইনিংসে ৮৬* রানের সর্বোচ্চ ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। ৭৩ বলের ইনিংসটিতে ৬ চার ও ২ ছক্কা হাঁকান তিনি। ওপেনার আব্দুল্লাহ শফিকের সংগ্রহ ৫২ রান। ৪৭ রান করেন ইফতেখার আহমেদ। এছাড়া অধিনায়ক বাবর আজম ২৯৮ এবং মোহাম্মদ নওয়াজ ১২ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা। শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা ৮ ওভারে ৬৫ রানের খরচায় ৩ উইকেট নেন। দুটি উইকেট পান প্রমোদ মাদুশান।
আগামী ১৭ই সেপ্টেম্বর কলম্বোয় এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]