ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ইকোনমিক টাইমসের রিপোর্ট

দিল্লি যাচ্ছেন মোমেন, মহানবী ইস্যুতে বাংলাদেশ বিবৃতি না দেয়ায় সফর তাৎপর্যপূর্ণ

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৩ জুন ২০২২, সোমবার, ৫:৪৪ অপরাহ্ন

mzamin

দ্বিপক্ষীয় জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দিতে এ সপ্তাহেই নয়া দিল্লি সফর করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। কয়েক মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন। পররাষ্ট্রমন্ত্রীর এই সফর তার ক্ষেত্র প্রস্তুতিতে সহায়ক হবে। ভারতের অনলাইন ইকোনমিক টাইমসের খবরে এ কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে বিজেপির মুখপাত্রের অবমাননাকর বক্তব্যের পর বাংলাদেশ এ ইস্যুতে কোনো বিবৃতি দেয়নি। এমনকি ভারতীয় দূতকে তলবও করেনি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাদের এমন অবস্থানের পর পররাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 
যারা এ বিষয়ে জানেন তারা বলছেন, জেসিসির বৈঠক হওয়ার কথা জুনের ১৮ তারিখে অথবা এর আশপাশের কোনো তারিখে। দু’বছর পর এই বৈঠক হতে যাচ্ছে। এতে কো-চেয়ারে থাকবেন পররাষ্ট্রমন্ত্রীরা।

বিজ্ঞাপন
তারা আলোচনায় জোর দেবেন যেসব ইস্যুতে তার মধ্যে আছে কানেক্টিভিটি, নদীর পানি বন্টন, বিনিয়োগ ও নিরাপত্তা অংশীদারিত্ব। 
গত মাসে গোয়াহাটিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন মোমেন। এ সময় তিনি রাশিয়ার তেলের ওপর দেয়া নিষেধাজ্ঞাকে ম্যানেজ করে সেখানকার অশোধিত তেল আমদানিতে ভারতের পরামর্শ চান। কারণ, বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হতে চায়। 
এর আগে জেসিসির বৈঠক হয়েছিল ২০২০ সালের সেপ্টেম্বরে ভাচ্যুয়াল মাধ্যমে। বাংলাদেশ ও ভারত আরও বেশ কিছু কানেক্টিভিটির উদ্যোগ চালু করেছে। এর মধ্যে আছে ১৯৬৫ সালে ভারত ও পাকিস্তান যুদ্ধের পর যে রেল সংযোগ পরিত্যক্ত ছিল, তা পুনরুজ্জীবিত করা। এ ছাড়া নৌরুট চালু করা, যার মধ্য দিয়ে বাংলাদেশি বন্দরগুলোকে ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। ওদিকে ২০২১ সালের ১লা ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটে। এ কারণে মিয়ানমারের মধ্য দিয়ে উত্তরপূর্ব ভারত এবং দক্ষিণপূর্ব এশিয়ার মধ্যে একটি কানেক্টিভিটি লিঙ্ক হিসেবে আবির্ভাব ঘটছে বাংলাদেশের। কিন্তু এই কানেক্টিভিটি বা সংযুক্তি মিয়ানমারে অভ্যুত্থানের কারণে স্থবির হয়ে আছে। 
বাণিজ্য ও কানেক্টিভিটি ছাড়াও জেসিসির বৈঠকে আরও যেসব বিষয়ে আলোচনা হতে পারে তার মধ্যে আছে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়, উন্নয়ন সহায়তা, কনস্যুলার ও সাংস্কৃতিক ইস্যু। উভয় পক্ষ একই সঙ্গে বিপুল সংখ্যক বাংলাদেশির সুবিধার জন্য ট্রেন সার্ভিস ও ফ্লাইট বাড়ানোর বিষয়ে আলোচনা করতে পারে। এসব বাংলাদেশি ভারতে যান পর্যটন ও চিকিৎসা সংশ্লিষ্ট কাজে। 
গত এপ্রিলে ঢাকায় এসেছিলেন এস জয়শঙ্কর। গত বছর করোনা মহামারির মধ্যেও ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ঢাকা সফর করেছেন বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী স্মরণে। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

‌‌‘‌আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা নয়’‌/ আমেরিকাকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status