বিশ্বজমিন
লাইভ চলাকালে মেয়ে সাংবাদিককে স্পর্শ, স্পেনে গ্রেপ্তার ১
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ অপরাহ্ন

লাইভে খবর দিচ্ছিলেন ইসা বালাদো। কিন্তু আকস্মিক কোত্থেকে এক ব্যক্তি এসে তাকে স্পর্শ করা শুরু করে। একে যৌন হয়রানি বলে অভিযোগ করা হয়েছে। এ অভিযোগে স্পেনের পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, মাদ্রিদে একটি ডাকাতি নিয়ে মঙ্গলবার সরাসরি রিপোর্ট দিচ্ছিলেন ইসা বালাদো। এ সময় ওই পুরুষ হেঁটে তার কাছে যায় এবং তার শরীর স্পর্শ করে। পরে ইসা তার মুখোমুখি হলে সে স্পর্শ করার অভিযোগ প্রত্যাখ্যান করে। ওদিকে মিস বালাদো তার খবর অব্যাহতভাবে চালিয়ে যেতে থাকেন।
এ সময় স্টুডিও থেকে তাকে থামানোর চেষ্টা করা হয়। নাচো আবাদ নামে একজন বলেন, ইসা আপনাকে একটু থামানোর সুযোগ দিন।