ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

আপনিও লিখতে পারেন মানবজমিনে

অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০৮ অপরাহ্ন

ঘটনার ঘনঘটা। দরজায় কড়া নাড়ছে নির্বাচন। রাজনীতি। আন্দোলন। ভিসানীতি। সেলফি। পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে। বাজারে বেজার মানুষের মুখ। জীবনযাত্রার সঙ্গে লড়ে বড্ড ক্লান্ত তারা। এইসব বিচিত্র অভিজ্ঞতা নিশ্চয় ছুঁয়ে যায় আপনাকেও।

বিজ্ঞাপন
আমরা মানবজমিনের মুদ্রণ এবং অনলাইন সংস্করণে প্রকাশ করতে চাই তা। লিখুন আজই। সর্বোচ্চ দেড়শ’ শব্দের মধ্যে। লেখা 

পাঠানোর ঠিকানা: ই-মেইল [email protected] অথবা চিঠি লিখতে পারেন, ৪০ কাওরান বাজার, ঢাকা, এই ঠিকানায়। (লেখার সঙ্গে আপনার ছবি পাঠানোর অনুরোধ করা হলো)
 

পাঠকের মতামত

ধন্যবাদ মানবজীবন পত্রিকা ও তার সম্পাদক সাহেবকে।এটা অবশ্যই ইতিবাচক সাহসী সিদ্ধান্ত। আশা করি মানবজীবন গণমানুষের জন্য কাজ করবে।

মোহাম্মদ আলমগীর হোসে
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৫:৫৯ পূর্বাহ্ন

নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, তবে ১৫০ শব্দে লেখা শেষ করা যায় না, মাননীয় এডিটর। ৩০০ শব্দ করারা অনুরোধ রইল।

Shahab uddin Ahamed
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:১১ পূর্বাহ্ন

১০০শব্দ আছে ঠিক আছে বেশী শব্দ করে কি লাভ বেশী শব্দের লেখা পড়তে বিরক্ত লাগে ৫০ শব্দ হলে আরও ভালো। এখন এত কষ্ট করে একটা লেখা লিখবো যদি প্রকাশ করা না হয় তবে যেমন কষ্ট ও সময় বৃথা যাবে তেমন মনে দুঃখ থেকে যাবে। তবুও ভালো উদ্যোগ ধন্যবাদ মানবজমিনকে।

মিলন আজাদ
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১২:১৬ অপরাহ্ন

কখন প্রকাশিত হবে জানাবেন?

Md Masudul Amin
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১:৫৯ পূর্বাহ্ন

good decision

denayet
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১২:১৮ পূর্বাহ্ন

যারা লিখতে চাই তাদেরকে লিখতে দিন , শব্দ গুনবেন কেন? কাগজের পাতার মতো জায়গার সংকলন হবে না তাই যার যত খুশি লিখতে দিন। কৃপণতা করছেন কেন?

boka desh
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১২:৩২ অপরাহ্ন

এই উদ্যোগকে সাধুবাদ জানাই তবে শব্দ সংখ্যা বাড়ানো চাই

মোঃ মাহফুজুর রহমান প
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১১:২০ পূর্বাহ্ন

একটি প্রসংশনীয় উদ্যোগ। আমরা আপনাদের প্রতি আস্থাশীল।

Akbar Ali
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৫:৫৩ পূর্বাহ্ন

how long this rotten bloody lie will continue ?

mohd. Rahman ostrich
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৪:৩৪ পূর্বাহ্ন

যদি দেশ বিরোধী লেখা হয়, তা হলে ছাপানো হবে।এই পত্রিকা অন্য তৃতীয় পক্ষের মুখপাত্র। নিজেদের আখের গোছাতে ভন্ডামী করে। ধংশ হোক মানব জমিন পত্রিকা।

উদাস পথিক
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৪:২৮ পূর্বাহ্ন

বিভাগীয় সম্পাদকের দৃষ্টি আকর্ষন করে বলতে চাই।এই সময়ে একটি চমৎকার উদ্যোগ গ্রহন করেছেন।তবে শব্দ সংখ্যা বাড়ানো উচিত।দেড়শো শব্দে লিখে শেষ করা কঠিন।

Harunur Rashid
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৩:০৫ পূর্বাহ্ন

দুঃসময়ের সারথি।

সুমন
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ২:০৪ পূর্বাহ্ন

মানব জমিন আমার প্রতিদিনের নিত্য সঙ্গী। ভালো লাগে মানব জমিনে লেখা ।

মোঃ মফিজুর রহমান নাহ
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১:৫৩ পূর্বাহ্ন

এমন একটি স্বপ্নের দেশ গড়া কি অসম্ভব আমাদের জন্য,যেখানে এমন একটা সরকার থাকবে তারা জনগনের অনুপ্রেরণা ও আদর্শ হবে? আমাদের জন্য কিছু করতে পারুক বা না পারুক কখন মিথ্যা বলবেনা অথবা প্রতারনা করবেনা।জনসভায় কুৎসা রটনার চেয়ে নেতারা মোটিভেশনাল বক্তব্য দিয়ে সুকর্মী বাহিনী তৈরী করবে যাদের উপর জনগন আস্থা রাখতে পারে। মিথ্যাবাদী প্রতারক দিয়ে আর যাই হোক স্বপ্ন দেখাও সম্ভব না। Belal Hossain

Belal
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১:৪৫ পূর্বাহ্ন

অবশ্যই শব্দ সংখ্যা বাড়ানো উচিত। ৩০০ শব্দ হলে ভালো হয়। এবং মানবজমিন কে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। তবে, নিয়মিত সামসাময়িক বিষয় নিয়ে লেখার জন্য একটা টিম তৈরি করতে পারলে ভালো হয়।

তানভীর
১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৯:১৮ অপরাহ্ন

১৫০ শব্দে লেখা যায় নাকি। এটা কবিতা লেখা নাকি? এগুলো ভাবতে হবে তো।

Latifur rahman Prama
১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৫:৪৯ পূর্বাহ্ন

এই লিখা নির্বাচিত হলে কোন পেজে ছাপানো হবে। অন লাইনে দেখতে হলে কিভাবে বুঝব কোথায় থাকবে উক্ত নির্বাচিত লিখা

Salauddin Sarker
১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ২:৩৬ পূর্বাহ্ন

মানবজমিন কি পড়ব বা কি লিখব, বিজ্ঞাপনের জ্বালায় নেটে পড়তে পারি না। গত দুই সপ্তাহ ইহা এটা খারাপ অবস্থায় গেছে, গালাগাল দিতে ইচ্ছে হয়।

Faiz Ahmed
১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৪:২৫ অপরাহ্ন

গণমাধ্যমের কন্ঠ রোধ সময়ে সাহসিকতার কলম চালিয়ে যাওয়ার একটি নির্ভিক মিডিয়া ' মানব জমিন' প্রতিদিন মানব জমিনের অনলাইন পোর্টালে ক্লিক করা যেন আমার নিত্য নৈমিত্তিক রুটিন। এগিয়ে যাক মানব জমিন, লিখে যাক সত্য, জানিয়ে দিক বিশ্বটাকে ঘটে যাওয়া সঠিক তথ্য উপাত্ত।

--- মোজাম্মেল হক বাহ
১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৪:১৯ অপরাহ্ন

সমসাময়িক লেখা দিয়ে মানবজমিন এর সাথে থাকার চেষ্টা করবো। তবে ১৫০ শব্দে গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী বিষয়ের লেখা শেষ করা কঠিন হবে। সম্ভব হলে সংখ্যাটা বাড়াবেন।

শফিকুল ইসলাম
১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৩:১৪ অপরাহ্ন

সাংবাদিকতা দেখেছি, শিখেছি, লিখেছি। মতিউর রহমান চেৌধুরী। একজন ক্ষণজন্মা সাংবাদিকের নাম।

হামিদ বিশ্বাস
১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৬:৫০ পূর্বাহ্ন

Thanks,

Rafiqul Islam
১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৬:৪৬ পূর্বাহ্ন

দেশের এই ক্রান্তি লগ্নে মানবজমিন সত্যিকার দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে খুবই বুদ্ধিমত্তার সাথে অনবদ্য অবদান রাখছেন। ধন্যবাদ মানবজমিন ধন্যবাদ সম্মানিত সম্পাদক মতিউর রহমান চৌধুরী

Ahmed Rahim Chowhdur
১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৪:২৯ পূর্বাহ্ন

ধন্যবাদ মানবজমিনকে। তবে ১৫০ শব্দে গলা ভিজবে না। শব্দ সংখ্যা বাড়ানো হউক।

Masud Rana
১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ২:৩৪ পূর্বাহ্ন

বাজারে যাওয়ার পর উন্নয়নের কথা মনে পড়েনা। সব মিলিয়ে আরাম এবং শান্তি কামী লোকের ভিড়ে আমাকে দেখতে চাই।

মা-ও উবায়দুল্লাহ
১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১২:০৮ পূর্বাহ্ন

আমাগো মাছ মাংশ আর ভাতের স্বাধীনতা লাগবো। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমাদের পেটের জ্বালা মিটে না।

কেএম সবুজ
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১১:৪০ অপরাহ্ন

এই প্রয়াসকে স্বাগত জানাই। সমসাময়িক লেখা দিয়ে মানবজমিন এর সাথে থাকতে চেষ্টা করবো।

akmdatique
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১০:০৭ অপরাহ্ন

এক লাইনের একটি ছোট গল্প লিখে প্রথম পুরষ্কার পেয়েছিলেন এক ব্যক্তি।গল্পের বিষয় ছিলো,এমন একটি গল্প লিখুন যার মধ্যে এক সঙ্গে শান্তি,স্বস্তি, নীরবতা,আনন্দ, সুখ,খুশির অনুভূতি পাওয়া যায়।বহু প্রতিযোগী অংশ নিলেও একজন এক লাইনের একটি ছোট গল্পটি লিখে প্রথম পুরষ্কার জিতে নিয়েছিলেন।আর সেই এক লাইনের গল্পটি ছিলো"আমার বউ ঘুমাচ্ছে"।ঠিক তেমনী মানবজমিন যেন মাত্র দেড়শ শব্দের মতামত লিখতে বলছে।যারমধ্যে নির্বাচন, রাজনীতি, আন্দোলন, ভিসানীতি,সেলফি ও বাজারপরিস্থিতির কথা বলেছে। দেড়শত শব্দের মধ্যে না হলেও এক লাইনে জয়ী হওয়া সেই গল্পটির মতোই বলা যায় "শেখ হাসিনার সরকারের বিদায়"।

ইকবাল কবির
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৯:৫৬ অপরাহ্ন

মানব জমিন সম্পাদক স্যারকে বলতে চাই লেখা যদি ভালো হয় তাহলে কি কিছু সম্মাণি দেওয়া হবে কিনা অথবা সাংবাদিক হিসাবে মূল্যায়ন করা হবে কিনা জানতে চাই ।

মো: নাজমুল আহসান
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৯:০৫ অপরাহ্ন

সরকারকে ভাব দেখে মনে হচ্ছে যেভাবে হোক না কেন ১৪ সালের ও ১৮ সালের মতো নির্বাচন হবে। প্রকৃত কোনো বিরোধী দল এই প্রহসনের নির্বাচনে যোগ দেবে না এটাই সঠিক সিদ্ধান্ত। আওয়ামীলীগের ক্ষমতাবান সরকার "স্বতন্ত্র নির্বাচন" হতে দেবে না কারণ ওদের ভোট অনেক কম হবে তাই সরকার গঠন করতে পারবে না এটা সরকার জানে। দেশকে এই সংকট থেকে মুক্ত করার একটাই দাবি স্বতন্ত্র সরকার অথবা আমার প্রস্তাব "প্রতিটা কেন্দ্রে আর্মি মোতায়ন করে, জরুরি আইনে জারি করে নির্বাচন" করার ব্যবস্থা করা হোক। জনগণ ভোট দেবে। যারা ক্ষমতায় আসবে জনগণ মেনে নেবে। পুলিশ বা আনসার বা সরকারের কর্মচারী দিয়ে ভোট নিরপেক্ষ হবে না "শুধুমাত্র আর্মি কে জনগণ বিশ্বাস করে" এটাই বাস্তবতা।

boka desh
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৮:৫২ অপরাহ্ন

Thanks

আবু জুবাইর
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৪:৩১ অপরাহ্ন

দৈনিক মানবজমিন সময়ের সাহসী পত্রিকা। এবং এর প্রধান সম্পাদক আমার প্রিয় ব্যক্তিত্ব। স্বাগত জানাই প্রশংসনীয় এ উদ্যোগকে।

আনোয়ার হোসেন মিঠু
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ২:৫৯ অপরাহ্ন

শব্দ সংখ্যা বাড়ানো হোক । সম্মানীও দেওয়া হোক ।

রেদওয়ান খান
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১২:৩৩ অপরাহ্ন

রাজনীতি আন্দোলন ভিসানীতি সেলফি পদ্মাসেতু এক্সপ্রেস ওয়ে দ্রব্যমূল্য এসব বিষয়ের চেয়ে দুর্নীতি দুর্ব্যাবহার দুঃশাসন ভোটাধিকার হরণ মানবতার লংঘন মিথ্যা সাজাঁনো বায়বীয় গায়েবী মামলা সংবিধানের যথেচ্ছ ব্যবহার সত্যের বিলুপ্তি মিথ্যার উৎপত্তি্ এবং এর বিষাক্ত সংক্রমণ রোধ নিয়ে জনমত গ্রহন এখন মানবজমিনের প্রধান দায়ীত্ব হওয়া উচিত যদি মানবজমিন জনগণের সত্যিকার কন্ঠ হয়ে থাকে। হলুদ সাংবাদিক হলুদ সাংবাধিকতার টাইফুনে গত দেড়দশক যাবত সত্য আর ন্যায় পাহাড় চাপা পড়ে মরণ যন্ত্রণায় হাপিত্যাস করছে। সত্য আর ন্যায়ের পতাকাকে শির উচুঁ করে ভূ-পৃষ্ঠের উপর পত পত করে উড়াতে হলে সরকারের সকল রক্তচক্ষুকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার সক্ষমতা মানবজমিন রাখে কি?

আলমগীর
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১১:২২ পূর্বাহ্ন

১৫০ শব্দে ভালো একটা মন্তব্যও লেখা যায় না , তাই বার্তা বিভাগকে অনুরোধ করছি ১৫০ শব্দের পরিবর্তে কমপক্ষে ২০০ শব্দের লেখা আহ্বান করা।

মিন্টু সিদ্দিকী
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৬:৫৭ পূর্বাহ্ন

আপনাদের এই উদ্যোগের জন্য জানাই স্বাগতম। সেই সাথে আমি এখানে নিয়মিত লেখা লেখি করার আগ্রহ প্রকাশ করছি। যদি আপনারা আমাকে সুযোগ করে দেন।

md. moktar hossain
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৬:৫১ পূর্বাহ্ন

মানবজমিন বাংলাদেশের মাটি ও মানুষের পত্রিকা। আমি কবিতা লিখব।

tespi
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৬:১১ পূর্বাহ্ন

ধন্যবাদ মানবজমিন কর্তৃপক্ষকে। তবে, শব্দের সংখ্যাটি কম হয়ে গেল। এটি ৪০০-৫০০ শব্দ হলে ভাল হবে।

কাজী এনাম
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৫:৫১ পূর্বাহ্ন

অবশ্যই ভালো উদোগ। ধন্যবাদ কর্তৃপক্ষকে ,মানব জমিন সাধারণ পাঠকদের পত্রিকা। আবারও প্রমাণ করলো। শব্দসংখ‍্যা ২০০ করার দাবী করছি, এই অপশনটি সাময়িক নাকি সবসময় থাকবে জানাইলে ভাল হত।

Fastboy
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৪:৫২ পূর্বাহ্ন

এই অপশনটি সাময়িক নাকি সবসময় থাকবে জানাইলে ভাল হত।

শাজিদ
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৪:১৬ পূর্বাহ্ন

উদ্যোগটি অসাধারণ।

Moniruzzaman Monzu
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৪:০৭ পূর্বাহ্ন

Yes, but under the present cituation, writing or saying in public is risky. at least one is guaranteed to face criminal case and beating from BAL.

M Nasim
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৩:৩৩ পূর্বাহ্ন

মাত্র 150 !! 300 করলে হয় না। সরকার ছুটির দিনে সবকিছু ফ্রি করতে পারে। অন্তত ডেঙ্গুর এই সময়ে সরকারি হাসপাতাল গুলো তো করতে পারে। কিছু মেগা প্রজেক্ট এর কাজ আপাতত বন্ধ রাখা হোক। হাসপাতালের অবস্থা খুবই খারাপ। খরচের কথা নাইবা বললাম। এগুলোকে নিয়ে মেগা প্রজেক্ট করা হোক। ডেঙ্গু নিধনে আকাশ থেকে মশা মারার ওষুধ স্প্রে করুন।

Anwarul Azam
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৩:২৫ পূর্বাহ্ন

অবশ্যই ভালো উদোগ। ধন্যবাদ কর্তৃপক্ষকে

Shafiqul Islam
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৩:২০ পূর্বাহ্ন

মানুষ মনের ব্যাথা প্রকাশের জায়গা পেলো।

দেশপ্রেমিক নাগরিক
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৩:০৮ পূর্বাহ্ন

বুড়া বয়সে এসে লিখব ভাবছি। মানব জমিনে লিখেই শুরু হোক লেখালেখি। ধন্যবাদ।

Eyaqub
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৩:০৪ পূর্বাহ্ন

রাজনীতি, ভিসানীতি, সেলফি, পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ে একসুতোয় গাঁথা। তবে, ভিসানীতি ঘোষণার পরে ইদানিং গনতন্ত্র, মানবাধিকার, সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। এখানে ফাঁকিঝুকির সুযোগ নেই। সেলফি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো গনতান্ত্রিক দেশের পররাষ্ট্রনীতি এবং এসময়ে বাইডেন প্রশাসনের স্থায়ীনীতি গনতন্ত্র, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সুষ্ঠু, অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার বদলে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের মতো কিছুটা ব্যক্তিপ্রভাবিত শাসিত দেশে ব্যক্তিগত সম্পর্কের বিনিময় পাওয়া যেতে পারে। কিন্তু, মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থায় সেলফি নয়; বরং দেশের স্বার্থ অগ্রাধিকার পায়। আর্থিক সামর্থ্যের বিচারে দেশ দুভাগে বিভক্ত। বাজারে গেলে যাদের ঘামছুটে তাদের কাছে পদ্মাসেতু, এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল অর্থহীন। যারা লুটপাট করে আঙুল ফুলে কলাগাছ হয়েছে তাদের প্রয়োজন দ্রুতগতির রাস্তা। তবে ঢাকার যানজট সেই আগের জায়গায় বহাল আছে। একেকটা প্রকল্পের বারবার বাজেট বৃদ্ধি করার মধ্যে অশুভংকরের ফাঁকিও আছে। সরকার উন্নয়নের বয়ান প্রচার করে। মাথাপিছু ঋণের বোঝা প্রায় একলক্ষ ছুঁইছুঁই। চীন, ভারত, রাশিয়ার উচ্চসুদের ঋণ শোধ করতে হবে জাতিকে- আমাকে- আপনাকে। সুষ্ঠু নির্বাচনে জনগণের সরকার না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার।

আবুল কাসেম
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ২:৩২ পূর্বাহ্ন

মানব জমিন সাধারণ পাঠকদের পত্রিকা। আবারও প্রমাণ করলো। শব্দসংখ‍্যা ২০০ করার দাবী করছি

এফ হোসেন চৌধুরী
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ২:২০ পূর্বাহ্ন

Attn: Mashbah Uddin Mishu 100% Agreed with you.

Zaman
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ২:১৭ পূর্বাহ্ন

লিখবো। তবে দেড়শ' শব্দের বাধ্যবাধকতা না রেখে বিষয়ের গুরুত্বের ওপর লেখার কলেবর ছেড়ে দেওয়া উচিত।

kabir
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১:৫৩ পূর্বাহ্ন

১৫০ ওয়ার্ড খুবই কম হয়ে যায় সংখ্যাটা একটু বাড়াবেন প্লিজ।

Fm sahin
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১:৫০ পূর্বাহ্ন

ভালো উদ্যোগ, ধন্যবাদ মানবজমিন।

জুয়েল
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১:৩২ পূর্বাহ্ন

মাত্র ১৫০ শব্দে এতোসব গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী বিষয়ের লেখা শেষ করা বড্ড কঠিন হবে।

আবুল কাসেম
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১:২২ পূর্বাহ্ন

আপনারাতো সরকার বিরোধী লেখা হলে বা মতামত হলেই তা গ্রহন করেন। নিরপেক্ষ বা সত্য হলেও প্রকারান্তরে সরকারের পক্ষে যায়, এমন লেখা হলে প্রকাশ করেন না। আগে নিজেদের দৃষ্টিভঙ্গী পাল্টান।

Mashbah Uddin Mishu,
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১:১৫ পূর্বাহ্ন

দেড়শ.... শব্দে কিছুই হয় না মাননীয়..... এডিটর। ওই.... নিজেদের নার্ভাস কাটাতেই দেড়শ শব্দ শেষ হয়ে যায় মাননীয়...... এডিটর ।

রাহুল
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১:১৩ পূর্বাহ্ন

অসাধারণ একটি উদ্যোগ। মানবজমিন এই প্রয়াসকে স্বাগত জানাই। সমসাময়িক লেখা দিয়ে মানবজমিন এর সাথে থাকতে চেষ্টা করবো।

Mohammed Jahangir Al
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১:০৫ পূর্বাহ্ন

খুবই ভাল উদ্যোগ।

জাহেদুল আনোয়ার
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১:০৩ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status