ভারত
রাহুল গান্ধী ইডির জেরার মুখোমুখি হচ্ছেন আজ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১১ মাস আগে) ১৩ জুন ২০২২, সোমবার, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪২ অপরাহ্ন

আজ ইডির জেরার মুখোমুখি হচ্ছেন কংগ্রেসের বিশিষ্ট নেতা রাহুল গান্ধী। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের ট্রাস্ট-এর তহবিল তছরূপ সম্পর্কে তাঁকে জেরা করবে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ট্রাস্টের সদস্য ছিলেন সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও। সোনিয়াকে ২৩ জুন হাজিরার নির্দেশ পাঠানো হয়েছে। আজ সকালে কংগ্রেসের জাতীয় মুখপাত্র রনবীর সিং সূর্যওয়ালা একটি সাংবাদিক বৈঠকে জানান, আদালতে ন্যাশনাল হেরাল্ড মামলার ফয়সালা হয়ে গেছে। তাও ইডির এই আচরণ মোদি সরকারের প্রতিহিংসার রাজনীতি। কংগ্রেস কর্মীরা আজ মিছিল করে ইডি দপ্তরে যাবেন এবং দপ্তরের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাবেন। এই পদযাত্রায় দলের শীর্ষ নেতারাও থাকবেন বলে রণবীর সিং সূর্যওয়ালা জানান। উল্লেখযোগ্য, কোভিড নিয়ে সোনিয়া গান্ধী রোববারই দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল।