ভারত
টিম ভারত: হরভজন সিং, শ্রীকান্ত কী বলছেন?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ৮ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ অপরাহ্ন

ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক নিয়ে রাজনৈতিক তর্ক যখন তুঙ্গে তখনই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিলো- এবার বিশ্বকাপে তারা ভারত নামে খেলবে। টিম-এর জার্সিতেও লেখা থাকবে টিম ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এই তথ্য জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে। এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রাক্তন টেস্ট তারকা হরভজন সিং ও প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচারী শ্রীকান্ত বলেছেন, এত তাড়াতাড়ির কী ছিল?
ভারতীয় বোর্ড আরও সময় নিতে পারতো। আসলে ভারতীয় ক্রিকেট দল সারা বিশ্বে টিম ইন্ডিয়া বলে পরিচিত। নতুন নামে সবাই একটু ধাক্কা খাবে। হরভজন সিং এককাঠি ওপরে গিয়ে রসিকতা করে বলেছেন, যখন টিম ভারতের জার্সি পরে ক্রিকেটাররা মাঠে নামবেন তখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা না ভয় পেয়ে যায় আবার একটা নতুন দল বিশ্বকাপে এলো ভেবে। তিনি মনে করেন যে, টিম ভারত নামটির সঙ্গে মানিয়ে নিতে ক্রিকেটাররাও সময় নেবেন।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
বাইডেন-মোদির বৈঠক/ পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ স্থান পায়নি
ভারতীয় সংবাদপত্রের খবর/ বাংলাদেশের নির্বাচন সংকটে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]